Mahua Moitra: টেলিকম বিলে আত্মার সঙ্গে স্পেকট্রামের তুলনা, কেন্দ্রকে কটাক্ষ মহুয়ার

author img

By

Published : Sep 22, 2022, 4:08 PM IST

Mahua Moitra takes potshots at Centre yet again

টেলিকম বিলের (Telecom Bill) একটি অংশ তুলে ধরে কেন্দ্রের মোদি সরকারকে (Modi Government) কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ বৃহস্পতিবার তিনি এই নিয়ে একাধিক টুইট করেছেন ৷

কলকাতা, 22 সেপ্টেম্বর : টেলিকম বিল (Telecom Bill) নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে (Modi Government) খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ টেলিকম বিলের একটি অংশ তুলে ধরে তিনি জানিয়েছেন, টেলিকমিউনিকেশন বিভাগের (Department of Telecommunication) তরফে স্পেকট্রামকে আত্মার সঙ্গে তুলনা করা হয়েছে ৷

বৃহস্পতিবার এই নিয়ে দু’টি টুইট করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ সেখানে একটি ছবি পোস্ট করেছেন তিনি ৷ ছবিতে থাকা লেখাটিকে তিনি টুইটে সংযুক্ত করেছেন ৷ ওই লেখা অনুযায়ী, ভগবত গীতায় (Bhagavad Gita) আত্মাকে অমর বলে বর্ণনা করা হয়েছে৷ তা সর্বব্যাপী ৷ কিন্তু এর কোনও শারীরিক অস্তিত্ব নেই ৷ স্পেকট্রামও (Spectrum) ঠিক একই রকম ৷

টুইটে মহুয়া মৈত্র কটাক্ষ, ‘‘এটা কোনও আধ্যাত্মিক লেখা নয় ৷ টেলিকমিউনিকেশন বিভাগের ওয়েবসাইটে দেওয়া টেলিকম বিলের পাঁচ নম্বর পাতায় থাকা একটি ব্য়াখ্যামূলক বিবরণ ৷’’

  • “In a way, spectrum is similar to atma, which is ajar, amar, as described in Bhagwad Gita. Like atma, spectrum too dos not have any physical form, yet it is omnipresent”

    This is not a spiritual text. It is Page 5 of Explanatory Note to Telecom bill uploaded on @DoT_India website pic.twitter.com/Q2r3imQS6w

    — Mahua Moitra (@MahuaMoitra) September 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরবর্তী টুইটে আবার মহুয়া লিখেছেন, টেলিকমিউনিকেশন বিভাগের আধিকারিকরা সংসদের এই সংক্রান্ত স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করতে বললে তিনি নিয়ে তাঁর কাছে থাকা গীতা সঙ্গে করে নিয়ে যাবেন ৷ ওই টুইটে তিনি কংগ্রেসের দুই সাংসদ শশী থারুর (Sashi Tharoor) ও কার্তি চিদম্বরম এবং এক ডিএমকে সাংসদকে ট্যাগও করেছেন ৷

আরও পড়ুন : স্বমহিমায় মহুয়া, এবার 'কর্তব্য' নিয়ে বিজেপি'কে খোঁচা তৃণমূল সাংসদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.