ETV Bharat / bharat

Mahua Moitra in Controversy: বাজেট অধিবেশন চলাকালীন অসংসদীয় শব্দ প্রয়োগ, মহুয়ার মন্তব্যে বিতর্ক

author img

By

Published : Feb 7, 2023, 10:14 PM IST

লোকসভায় অধিবেশন চলাকালীন বিজেপি সাংসদদের উদ্দেশ্য করে অসংসদীয় শব্দ প্রয়োগের অভিযোগ উঠছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে (unparliamentary word by Mahua Moitra) ৷

ETV Bharat
মহুয়া মৈত্র

নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি: ফের বিতর্কে জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ এবার তাঁর বিরুদ্ধে সংসদের অধিবেশন চলাকালীন অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে ৷ তাঁর ওই মন্তব্যে আপত্তি জানিয়েছে শাসক শিবির বিজেপি'ও ৷ বর্তমানে সংসদে চলছে বাজেট অধিবেশন ৷ মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের উপর লোকসভায় বক্তব্য রাখছিলেন মহুয়া ৷ তাঁর বক্তব্য শেষে ওই অসংসদীয় শব্দ প্রয়োগ করতে শোনা গিয়েছে মহুয়া মৈত্রকে (TMC MP Mahua Moitra) ৷

এদিন মহুয়ার বক্তব্যের যে ভিডিয়ো সামনে এসেছে তাতে দেখা গিয়েছে, তাঁর বক্তব্যের শেষ লগ্নে একটি কবিতার পংক্তি উদ্ধৃত করে বিজেপি'কে বিঁধছেন এই তৃণমূল সাংসদ ৷ বলছেন, "বিজেপি সাংসদরা বরাবর তাঁকে হেনস্থা করেন ও তাঁর ভাষণে বাধা সৃষ্টি করেন ৷ প্রশ্ন তোলা হয় মহুয়ার পিছনে কারা রয়েছেন, কিন্তু সত্যি কথা হল মহুয়ার পিছনে কেউ নেই, মহুয়া আছে সত্যের সঙ্গে ৷ দেশের স্বার্থে আমি আমার কাজ করে যাব ৷"

এই পর্যন্ত সব ঠিকই ছিল ৷ নিজের বক্তব্য শেষে তাঁর আসনে বসেও পড়েন মহুয়া মৈত্র ৷ সেই সময় স্পিকার ওম বিড়লার অনুপস্থিতিতে লোকসভা সামলাচ্ছিলেন বিজেডি সাংসদ ভারত্রুহারি মেহতাব ৷ মহুয়ার বক্তব্য শেষে তিনি অন্ধ্রের টিডিপি সাংসদ কে রামমোহন নাইডুকে বক্তব্য পেশ করতে বলেন ৷ বিপত্তি বাঁধে এরপর (Mahua Moitra Lok Sabha Speech) ৷

  • TMC MP Mahua Moitra heard using unparliamentary language in the House as TDP MP K Ram Mohan Naidu speaks in Lok Sabha during the Motion of Thanks on the President's Address https://t.co/JhKyI9lCOs

    — ANI (@ANI) February 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিওয়োতে দেখা গিয়েছে ওই টিডিপি সাংসদ যখন বক্তব্য রাখছিলেন, তখন নিজের আসনে বসেই আক্রমণাত্মক ভঙ্গিতে বিজেপি'র বেঞ্চের দিকে তাকিয়ে কিছু বলছেন মহুয়া মৈত্র ৷ হঠাৎই তাঁর মুখে শোনা যায় ওই অসংসদীয় শব্দটি ৷ যা নিয়ে হইচই শুরু হয়ে যায় লোকসভায় ৷ মহুয়ার আসনের সামনের মাইক্রোফোনটি খোলা থাকায় তাঁর ওই কথাও রেকর্ড হয়ে যায় ৷ পরে অবশ্য স্পিকারের আসনে থাকা ভারত্রুহারি মেহতাব জানান, অসংসদীয় শব্দ প্রয়োগ করেছেন মহুয়া, তা রেকর্ড থেকে বাদ দেওয়া হবে ৷ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীকে তিনি অনুরোধ করেন এই বিষয়ে তৃণমূলের সঙ্গে কথা বলতে (offensive word in Lok Sabha by Mahua Moitra) ৷

আরও পড়ুন: আদানি বিজেপিকে কত টাকা দিয়েছেন ? তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর কী সম্পর্ক; লোকসভায় সরব রাহুল

প্রহ্লাদ জোশী পরে জানান, তিনি তৃণমূলের লোকসভার নেতৃত্বের সঙ্গে কথা বলবেন ও মহুয়াকে ক্ষমা চাইতে বলবেন ৷ উল্লেখ্য, মহুয়া মৈত্র তাঁর বক্তব্যের জন্য বিখ্যাত ৷ সংসদে তাঁর তথ্য ভিত্তিক ভাষণ ও শাসক শিবিরকে কড়া আক্রমণ বিরোধীদের প্রশংসাও কুড়িয়েছে ৷ এদিনও তাঁর ভাষণে আদানি বিতর্ক নিয়ে শাসক শিবিরকে বিঁধে সরব হয়েছিলেন মহুয়া ৷ কিন্তু তাঁর ওই মন্তব্যের জেরে পরে বিতর্কে জড়ান এই তৃণমূল সাংসদ ৷ অবশ্য এর আগেও সংসদের ভিতরে ও বাইরে মহুয়ার নানা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.