ETV Bharat / bharat

Madurai Train Fire Incident: প্রাইভেট বগিতে কীভাবে গ্যাস সিলিন্ডার ? প্রশ্নের মুখে দক্ষিণ রেলের নিরাপত্তা

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 12:08 PM IST

আজ, শনিবার ভোরে মাদুরাই স্টেশনে একটি প্রাইভেট বগিতে আগুন ধরে ৷ জানা গিয়েছে, এই ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ৷ রেল বিবৃতিতে স্বীকার করেছে, ওই বগিতে বেআইনিভাবে সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল ৷ বালাসোর ট্রেন দুর্ঘটনার পর ফের প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ ৷

Etv Bharat
মাদুরাই স্টেশনে প্রাইভেট বগিতে ভয়াবহ আগুন

মাদুরাই, 25 অগস্ট: ট্রেনের বগিতে ভয়াবহ আগুন ৷ রেলসূত্রে খবর, শনিবার ভোরে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কারশেডে একটি বগিতে আগুন লাগে ৷ এই বগিটিতে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল ৷ দক্ষিণ রেলওয়ে একটি বিবৃতিতে জানিয়েছে, ওই বগিটি প্রাইভেট ছিল ৷ তাতে নিয়ম-বিরুদ্ধ উপায়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেখান থেকেই আগুন ধরেছে ৷ এই দুর্ঘটনায় ফের ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

দক্ষিণ রেলওয়ে বিবৃতিতে জানিয়েছে, শনিবার, 26 অগস্ট ভোর 5.15 মিনিটে ট্রেনের বগিতে আগুন ধরে ৷ স্টেশনে কর্তব্যরত এক আধিকারিক ঘটনাটি দেখতে পান ৷ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয় ৷ দমকল কর্মীরা দ্রুত এসে আগুন নিভিয়ে দেয় ৷

  • We regret to inform that a fire accident was reported in a private party tourist coach in Madurai yard at 5.15 hrs of today (26th Aug). The fire was put off at 7.15 hrs and Senior railway officials have reached the site pic.twitter.com/cxkoU7i7ry

    — Southern Railway (@GMSRailway) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে দমকল পৌঁছয় 5.45 মিনিটে ৷ 7.15 মিনিটে আগুন পুরোপুরি নেভানো হয় ৷ এতে আশপাশের বগিগুলির কোনও ক্ষতি হয়নি ৷ রেলের বিবৃতি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কোচটি 25 অগস্ট 16730 নম্বর পুনালু-মাদুরাই এক্সপ্রেসর সঙ্গে যুক্ত ছিল ৷ এই প্রাইভেট বগিটি পরে সেই ট্রেন থেকে আলাদা করে মাদুরাই স্টেবলিং লাইনে স্থাপন করা হয় ৷

প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বগিতে আগুন ধরেছে ৷ যাত্রীরা আগুন দেখে নিজেরাই প্রাণ বাঁচাতে তড়িঘড়ি বগিটি থেকে বেরিয়ে আসে ৷ সূত্রের খবর, প্রাইভেট পার্টির বগিটি 17 অগস্ট লখনউ থেকে যাত্রা শুরু করে ৷ আগামিকাল 27 অগস্ট 16824 নম্বর কোল্লাম-চেন্নাই এগমোর অনন্তপুরী এক্সপ্রেসে ওই বগিটির চেন্নাই পৌঁছনোর কথা ছিল ৷ ওই বগিটিতে থাকা ব্যক্তিরা চেন্নাই থেকে লখনউ ফেরার পরিকল্পনা করেছিলেন ৷

  • #WATCH | Tamil Nadu: Fire reported in private/individual coach at Madurai yard at 5:15 am today in Punalur-Madurai Express. Fire services have arrived and put off the fire and no damage has caused to another coaches. The passengers have allegedly smuggled gas cylinder that caused… pic.twitter.com/5H7wQeGu93

    — ANI (@ANI) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ট্রেনে সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন! মৃত প্রায় 9 দাবি পুলিশের; ভিন্ন মত রেলের

বগি বুক করতে হলে তা আইআরসিটিসি পোর্টালের মাধ্যমে করতে হয় ৷ সেখানে নির্দেশিকায় স্পষ্ট করে বলা আছে, গ্যাস সিলিন্ডার এবং অন্য কোনও রকম দাহ্য পদার্থ বগিতে নিয়ে যাওয়া যাবে না ৷ পার্টি বগিগুলি একেবারেই যাত্রী পরিবহণে, সামাজিক কারণে ব্যবহৃত হয় ৷ তাই এক্ষেত্রে নিরাপত্তাজনিত প্রোটোকলগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এদিকে বগিতে কীভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া সম্ভব হল, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ 2 জুন ওড়িশার বালাসোরে তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষ এবং তারপর বগি উলটে যাওয়ার ঘটনা ঘটে ৷ তাতে প্রাণ হারান 290 জনেরও বেশি মানুষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.