ETV Bharat / bharat

Madhya Pradesh Election 2023: ভোটের বাকি মাত্র কয়েক ঘণ্টা! তার আগে 331 কোটির রেকর্ড মদ ও নগদ উদ্ধার

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 8:02 PM IST

মধ্য়প্রদেশে আগামিকাল বিধানসভা নির্বাচন ৷ একটা দফাতেই শুক্রবার ভোটগ্রহণ হবে মধ্যপ্রদেশে ৷ তার আগে, বৃহস্পতিবার তার আগে ব্যাপক পরিমাণ নগদ টাকা ও বেআইনি মদ উদ্ধার বাজেয়াপ্ত করল মধ্যপ্রদেশ রাজ্য পুলিশ ৷

তার আগে 331 কোটির রেকর্ড মদ ও নগদ উদ্ধার
Madhya Pradesh Election 2023

ভোপাল, 16 নভেম্বর: মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা ৷ তার আগে ব্যাপক পরিমাণ নগদ টাকা ও বেআইনি মদ উদ্ধার বাজেয়াপ্ত করল রাজ্য পুলিশ ৷ এই বিপুল পরিমাণ মদ ও নগদ উদ্ধার আগের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য আচরণবিধি 21 অক্টোবর কার্যকর হয়েছিল ৷ তারপর থেকে কমিশন এবং পুলিশ দ্বারা গঠিত পর্যবেক্ষণ দলগুলির যৌথ অভিযানে, ওই দিনের পর থেকে গতকাল পর্যন্ত (25 দিন) 331 কোটি টাকারও বেশি মূল্যের বেআইনি মদ উদ্ধার করা হয়েছে।

বেআইনি মদ উদ্ধারের পাশাপাশি 38 কোটি টাকারও বেশি নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের মতে, বাজেয়াপ্ত টাকার পরিমাণ গত বিধানসভা নির্বাচনের চারগুণ। অন্যদিকে, নির্বাচনের আগে এত অর্থ বাজেয়াপ্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ৷

  • গত বিধানসভা নির্বাচনের (2018) তুলনায় 4 গুণ বেশি বাজেয়াপ্ত অর্থ

আসলে নির্বাচনে ব্যাপকভাবে কালো টাকা ব্যবহৃত হয়। সে জন্য নগদ অর্থ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় নির্বাচনে ব্যবহার করা হয়। এর পরিপ্রেক্ষিতে, নির্বাচন কমিশন রাজ্যের সীমান্ত এলাকা-সহ রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে মনিটরিংয়ের বন্দোবস্ত করেছে। এছাড়াও, আয়কর বিভাগ, ইডি'কেও এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • সুষ্ঠু নির্বাচনের জন্য পদক্ষেপ-

মুখ্য নির্বাচনী আধিকারিক অনুপম রাজন জানাচ্ছেন, এবার রাজ্যে নির্ভয়ে ও সুষ্ঠু নির্বাচন করতে রাজ্যজুড়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যে প্রায় 2 লক্ষ মানুষের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 2 লক্ষ 85 হাজার লাইসেন্স প্রাপ্ত অস্ত্র থানায় জমা করা হয়েছে। নির্বাচনে অবৈধ অর্থ এবং অন্যান্য উপকরণের ব্যবহার রোধ করতে, রাজ্যে 800টিরও বেশি চেক পয়েন্ট স্থাপন করা হয়েছে এবং ক্রমাগত চেকিং চলছে ৷ যে কারণে এবার 331 কোটি টাকারও বেশি মূল্যের বেআইনি মদ উদ্ধার করা হয়েছে।

ভোটাররা যাতে কোনও চাপ বা প্রভাব ছাড়াই ভোট দেন, সেটাই একমাত্র প্রচেষ্টা নির্বাচন কমিশনের। অন্যদিকে, নির্বাচনে কালো টাকার ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন নির্বাচন কমিশনার ওপি রাওয়াত ৷ তিনি বলছেন, বাজেয়াপ্তের সংখ্যা বৃদ্ধি উদ্বেগজনক ৷

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রী শিবরাজের নির্বাচনী প্রচার বন্ধ করার নির্দেশ কমিশনের
  2. প্রথম দফার ভোটপর্ব চলাকালীন ছত্তিশগড়ে মাওবাদী হামলা, আহত এক জওয়ান
  3. ভোট নিয়ে সচেতনতা, স্কুলের পাঠ্যক্রমে এবার যোগ হচ্ছে নির্বাচনী কার্যক্রম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.