ETV Bharat / bharat

Leopard Dead in Rajasthan: 2 গ্রামবাসীর উপর হামলা, রাজস্থানে পিটিয়ে মারা হল চিতাবাঘকে

author img

By

Published : Jan 7, 2023, 1:32 PM IST

Leopard Dead in Rajasthan ETV BHARAT
Leopard Dead in Rajasthan

দুই গ্রামবাসীর উপর হামলার ঘটনায় একটি চিতাবাঘকে পিটিয়ে মারার অভিযোগ উঠল রাজস্থানের বানসওয়াড়া জেলায় (Leopard Bludgeoned to Death by Armed Villagers) ৷ ঘটনায় আহত বাবা ও ছেলে হাসপাতালে ভরতি (Leopard Attacked villagers in Banswara) ৷ মৃত চিতাবাঘটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

বানসওয়াড়া (রাজস্থান), 7 জানুয়ারি: রাজস্থানের বানসওয়াড়া জেলায় চিতাবাঘের হামলায় জখম বাবা ও ছেলে (Leopard Attacked villagers in Banswara) ৷ শুক্রবার তুলোগাছের বাগানে কাজ করার সময় চিতাবাঘ হামলা করে বলে জানা গিয়েছে ৷ আর এই ঘটনায় গ্রামবাসীদের মারে মৃত্যু হয়েছে চিতাবাঘটির (Leopard Bludgeoned to Death by Armed Villagers) ৷ বন দফতর সূত্রে খবর, আহত বাবা ও ছেলের চিৎকার শুনে গ্রামবাসীরা লাঠি, বাঁশ নিয়ে সেখানে যায় ও চিতাবাঘটিকে মারধর করে ৷ যার ফলে বন্য ওই প্রাণীটির মৃত্যু হয়েছে ৷ আহত দু’জনকে স্থানীয় মহাত্মা গান্ধি হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷

বানসওয়াড়া জেলার দেওধরমা গ্রামের বাসিন্দা 22 বছরের দিলীপ নামের এক যুবক এবং তাঁর বাবা তুলোর বাগানে কাজ করছিলেন ৷ সেই সময় এক চিতাবাঘ তাঁদের উপরে হামলা করে ৷ তাঁদের চিৎকার শুনে গ্রামবাসীরা লাঠি ও বাঁশ নিয়ে ঘটনাস্থলে যায় এবং চিতাবাঘটিকে তাড়িয়ে দেয় ৷ দিলীপ এবং তাঁর বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে ৷ এর পর লাঠি ও বাঁশ নিয়ে ফের তুলোর বাগানে যায় গ্রামবাসীরা ৷ সেখানে লুকিয়ে থাকা চিতাবাঘটিকে খুঁজে বের করে ও সেটিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ এই হামলার জেরে চিতাবাঘটির মৃত্যু হয় ৷

এই ঘটনা সম্পর্কে বানসওয়াড়া রেঞ্জ অফিসার গোবিন্দ কিনচি জানিয়েছেন, গ্রামবাসীরা একটি চিতাবাঘকে মেরে ফেলেছে ৷ মৃত চিতাবাঘটির দেহ স্থানীয় পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে ময়নাতদন্তের পর। চিতাবাঘটিকে মাটিতে পুঁতে দেওয়া হবে ৷ এই ঘটনায় বন দফতরের তরফে তদন্ত শুরু করা হয়েছে ৷ জানা গিয়েছে, চিতাবাঘটির পা ভেঙে গিয়েছিল হামলার সময় ৷ তাই তার উপরে যখন গ্রামবাসীরা হামলা চালায়, তখন সে প্রাণ বাঁচিয়ে পালাতে পারেনি ৷ ফলে একটি আহত বন্যপ্রাণীকে নির্মমভাবে হত্যার ঘটনায় বন দফতর কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার ৷

আরও পড়ুন: চিতাবাঘের হামলায় মৃত্যু 4 শিশুর, বাঘকে 'বাগে' পেতে ভিনরাজ্যের শার্প শুটারকে সমন

উল্লেখ্য, অন্য একটি ঘটনায় ঢোলপুর জেলায় একটি চিতাবাঘের হামলায় ষাঁড়ের মৃত্যু হয়েছে ৷ ষাঁড়ের উপরে চিতাবাঘের হামলার ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ৷ ঢোলপুরেই কয়েকদিন আগে একটি চিতাবাঘ এক গ্রামবাসীর উপরে হামলা করেছিল ৷ একের পর এক চিতাবাঘের লোকালয়ে বেরিয়ে আসার ঘটনায়, জঙ্গল ও তার আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এক বন দফতরের আধিকারিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.