ETV Bharat / bharat

Lalu Kidney Transplant: সিঙ্গাপুরে আজ লালুর কিডনি প্রতিস্থাপন, 'রক অ্যান্ড রোলের জন্য প্রস্তুত' দাতা কন্যা

author img

By

Published : Dec 5, 2022, 12:25 PM IST

Lalu Prasad Yadav kidney transplant in Singapore today daughter Rohini donor
সিঙ্গাপুরে আজ লালুর কিডনি প্রতিস্থাপন, 'রক অ্যান্ড রোলের জন্য প্রস্তুত' দাতা কন্যা

সিঙ্গাপুরে আজ লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) কিডনি প্রতিস্থাপন হতে চলেছে (Lalu Kidney Transplant)৷ তাঁকে কিডনি দান করছেন তাঁর মেয়ে রোহিণী আচার্য (Rohini Acharya)৷

পটনা, 5 ডিসেম্বর: আজ রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) কিডনি প্রতিস্থাপন করা হবে সিঙ্গাপুরে (Lalu Kidney Transplant)৷ তার যাবতীয় প্রস্তুতি প্রায় সারা ৷ সিঙ্গাপুরে বসবাসকারী তাঁর মেয়ে রোহিণী আচার্য বাবাকে কিডনি দান করছেন ৷ তাই আগে তাঁর অস্ত্রোপচার করা হচ্ছে । অপারেশনের আগে টুইটারে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন রোহিণী (Rohini Acharya)৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "রক অ্যান্ড রোল করতে প্রস্তুত"৷ অনুগামীদের থেকে শুভেচ্ছাও প্রার্থনা করেছেন তিনি ৷

লালু প্রসাদের ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদব, লালু স্ত্রী রাবড়ি দেবী ও তাঁদের বড় মেয়ে মিসা ভারতী ইতিমধ্যেই সিঙ্গাপুরে পৌঁছেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় লালুর ছোট মেয়ে রোহিণী ৷ তিনি অস্ত্রোপচারের আগে হাসপাতাল থেকেই তাঁর বাবার সঙ্গে একটি ছবি নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "যিনি বিহারের বহু বঞ্চিত মানুষের জন্য গলা তুলেছিলেন, তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন ৷" তিনি আরও লেখেন, "রেডি টু রক অ্যান্ড রোল, আমাকেও শুভেচ্ছা জানান ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে রোহিণী আচার্যকে ৷ এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই বাবা-মায়ের কথা তুলে ধরেন তিনি ৷ সম্প্রতি একটি টুইটে তিনি লিখেছিলেন, "আমার মা এবং বাবা আমার কাছে ঈশ্বর । আমি তাঁদের জন্য সবকিছু করতে পারি ।"

আরও পড়ুন: বাবাকে সুস্থ করতে কিডনি দান করছেন লালু-কন্যা রোহিণী

কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ৷ তাঁকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন ডাক্তাররা ৷ তারপরই জানা যায়, লালু-কন্যা রোহিণী তাঁর বাবাকে কিডনি দান করবেন ৷

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালু প্রসাদ যাদব বর্তমানে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে জামিনে মুক্তি রয়েছেন । তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন কিন্তু তাঁর বিদেশ সফরের জন্য দিল্লির আদালত যে সময় বেঁধে দিয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ার কারণে তাঁকে দেশে ফিরে আসতে হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.