ETV Bharat / bharat

Priyanka Gandhi on Lakhimpur : লখিমপুরের কৃষকদের পাশে না-দাঁড়িয়ে নিজেদের মন্ত্রীকেই সমর্থন করছে কেন্দ্র: প্রিয়াঙ্কা

author img

By

Published : May 10, 2022, 1:07 PM IST

Lakhimpur: Priyanka Gandhi Vadra says govt 'bolstered support' for its minister instead of standing with farmers
লখিমপুরের কৃষকদের পাশে না-দাঁড়িয়ে নিজেদের মন্ত্রীকেই সমর্থন করেছে কেন্দ্র: প্রিয়াঙ্কা

কৃষকদের পাশে না-দাঁড়িয়ে নিজেদের মন্ত্রীকেই সমর্থন করছে কেন্দ্র (Lakhimpur Kheri incident)৷ লখিমপুর খেরির ঘটনা নিয়ে এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ তুলে ধরে এ কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi on Lakhimpur )৷

নয়াদিল্লি, 10 মে: লখিমপুর খেরির ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের হুমকি ভাষণ এবং বিজেপি সরকারের কৃষকদের পাশে না দাঁড়িয়ে নিজেদের মন্ত্রীকে জোরদার সমর্থন দেওয়া ৷ মঙ্গলবার এই ভাষাতেই কেন্দ্রকে আক্রমণ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi on Lakhimpur )৷

এলাহাবাদ হাইকোর্ট এই মামলা প্রসঙ্গে বলেছে, উচ্চ পদে থাকা রাজনৈতিক ব্যক্তিত্বদের দায়িত্বজ্ঞানহীন বিবৃতি করা থেকে বিরত থাকা উচিত এবং তাঁদের নিজেদের পদের মর্যাদার কথা মাথায় রেখে তার যথোপযোগী আচরণ করা উচিত ৷ লখিমপুর খেরির হিংসায় অভিযুক্ত চার জনের জামিনের আবেদন খারিজ করে এই পর্যবেক্ষণ দেয় আদালত ৷ তার পরদিনই লখিমপুর খেরির ঘটনা নিয়ে গর্জে উঠলেন সোনিয়া-কন্যা ৷

এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের এই পর্যবেক্ষণকে তুলে ধরে প্রিয়াঙ্কা হিন্দিতে টুইটে লিখেছেন, লখিমপুরের কৃষক হত্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল কৃষকদের হুমকি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর ভাষণ ৷ কৃষকদের পক্ষে না দাঁড়িয়ে, বিজেপির সরকার তাদের মন্ত্রীকেই জোরদার সমর্থন দিয়েছে ৷ কংগ্রেস নেত্রী আরও লিখেছেন, "ন্যায়বিচারের জন্য লড়াই চলছে ৷ মৃত কৃষকদের পরিবার এবং আমরা সবাই মিলে সেই আগুনকে কিছুতেই নিভে যেতে দেব না ৷"

আরও পড়ুন: Lakhimpur Kheri Case : লখিমপুর খেরি কাণ্ডে অভিযুক্ত আশিস মিশ্রের বিরুদ্ধে চার্জ গঠন 10 মে

আদালতের বিচারপতি দীনেশ কুমার সিং তাঁর পর্যবেক্ষণে জানিয়েছিলেন, "উচ্চ পদে থাকা রাজনৈতিক ব্যক্তিত্বরা জনসমক্ষে কোনও বিবৃতি দেওয়ার আগে তাঁদের মাথায় রাখা উচিত যে, সেই বক্তব্যের কী প্রভাব সমাজে পড়তে পারে ৷ তাঁদের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা উচিত না ৷"

কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিসের জামিনের আবেদনের শুনানি হবে 25 মে ৷ এর আগে আশিসের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট (Priyanka Gandhi Vadra says govt 'bolstered support' for its minister)৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.