ETV Bharat / bharat

Lakhimpur Kheri Case : লখিমপুর খেরি কাণ্ডে অভিযুক্ত আশিস মিশ্রের বিরুদ্ধে চার্জ গঠন 10 মে

author img

By

Published : Apr 27, 2022, 1:32 PM IST

UP Lakhimpur Kheri Case
লখিমপুর খেরি কাণ্ডে অভিযুক্ত আশিস মিশ্র

মঙ্গলবারই লখিমপুর খেরির হিংসাকাণ্ডে আশিস মিশ্রের বিরুদ্ধে চার্জ গঠনের কথা ছিল ৷ কিন্তু সরকারি কৌঁসুলি আরও সময় চাইলেন ৷ তাই আগামী 10 মে জেলা দায়রা আদালতে মন্ত্রী-পুত্রের মামলার শুনানি হবে (Lakhimpur Kheri Case) ৷

লখিমপুর খেরি, 27 এপ্রিল : পিছিয়ে গেল আশিস মিশ্রের শুনানি ৷ মঙ্গলবার এখানে জেলা দায়রা আদালত লখিমপুর খেরি হিংসাকাণ্ডে মূল অভিযুক্ত আশিস মিশ্রের ছাড়া পাওয়ার আবেদনপত্র এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের শুনানির দিন পিছিয়ে দিলেন ৷ অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে ৷ তিনি ছাড়াও এই ঘটনায় 14 জন অভিযুক্ত ৷ পরবর্তী শুনানি হবে 10 মে (District court to frame charges against Ashish Mishra in Lakhimpur case on May 10) ৷

নিরাপত্তাজনিত কারণে অভিযুক্ত আশিস মিশ্র ও অন্য 14 জনের বিরুদ্ধে ট্রায়াল ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে হয়েছিল ৷ মঙ্গলবার আশিসের বিরুদ্ধে চার্জ গঠন করার কথা ছিল জেলা দায়রা আদালতের ৷ অভিযুক্তের আইনজীবীর তাঁর মক্কেলের মুক্তির জন্য যে আবেদনপত্র পেশ করেছেন, তার বিরুদ্ধে নিজের বক্তব্য জানাতে সরকারি কৌঁসুলি আদালতের কাছ থেকে সময় চেয়ে নিয়েছেন ৷

আরও পড়ুন : Supreme Court cancels Ashish Mishra's bail: লখিমপুর খেরিকাণ্ডে আশিস মিশ্রের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

লখিমপুর খেরি হিংসা মামলায় মূল অভিযুক্ত আশিস মিশ্র ওরফে মনু স্থানীয় আদালতে আত্মসমর্পণের পর রবিবার তাঁকে খেরির জেলা আদালতে পাঠানো হয় ৷ গত সপ্তাহে সুপ্রিম কোর্ট আশিস মিশ্রের জামিনের আবেদন বাতিল করে দেন ৷ এর আগে লখনউ হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.