ETV Bharat / bharat

Rahul Slams PM Modi মোদির কথা আর কাজের মধ্যে কোনও মিল নেই, খাদি মন্তব্যে বিঁধলেন রাগা

author img

By

Published : Aug 28, 2022, 3:06 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা আর কাজের মধ্যে কোনও মিল নেই ৷ খাদি (Khadi For Nation) নিয়ে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে এই ভাষাতেই বিঁধলেন রাহুল গান্ধি (Rahul Slams PM Modi)৷

'Khadi For Nation' But Chinese Polyester For National Flag: Rahul Gandhi Slams PM Modi
মোদির কথা আর কাজের মধ্যে কোনও মিল নেই, খাদি মন্তব্যে বিঁধলেন রাগা

নয়াদিল্লি, 28 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন এক, আর করেন আর এক ৷ তাঁর কথার সঙ্গে তাঁর কাজের কোনও মিল নেই ৷ এই ভাষাতেই ফের মোদিকে একহাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Slams PM Modi)৷ শনিবার খাদি (Khadi For Nation) নিয়ে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন, তাকে কটাক্ষ করেই নতুন করে তাঁর বিরুদ্ধে আক্রমণ শানালেন রাগা ৷

কী বলেছিলেন নমো ?

শনিবার প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, উন্নত ও আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ করতে যে অনুপ্রেরণা প্রয়োজন, তার একটি উৎস হতে পারে খাদি ৷ নরেন্দ্র মোদির এই মন্তব্যকে কটাক্ষ করে রাহুল গান্ধি টুইটে লিখেছেন, "দেশের জন্য খাদি কিন্তু জাতীয় পতাকার জন্য চিনা পলিয়েস্টার ! প্রতিবারের মতোই হল, প্রধানমন্ত্রীর কথা আর কাজ কখনও মেলে না ৷"

  • ‘Khadi for Nation’ but Chinese Polyester for National flag! 🇮🇳

    As always, the words and actions of the PM never match.

    — Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জাতীয় পতাকার কোড সংশোধন করার জন্য কংগ্রেসের কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে (Chinese Polyester For National Flag)৷ বলা হয়েছে, জাতীয় পতাকা চড়কায় কাটা, হাতে বোনা বা মেশিনের তৈরি করা সুতি/পলিয়েস্টার/উল/সিল্ক খাদি দিয়ে তৈরি করা যাবে । এর আগে মেশিনে তৈরি ও পলিয়েস্টারের পতাকা ব্যবহারের অনুমতি ছিল না ৷ আমেদাবাদের সবরমতী নদীর তীরে খাদি উৎসবে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, খাদি একদা আত্মমর্যাদার প্রতীক ছিল ৷ কিন্তু স্বাধীনতার পর চড়কায় কাটা কাপড় বা খাদি নিকৃষ্ট হিসেবে বিবেচিত হত ৷ আসন্ন উৎসবের মরশুমে প্রিয়জনেদের খাদির দ্রব্য উপহার দেওয়ার জন্য আর্জি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সেই মন্তব্যকেই কটাক্ষ করেছেন রাহুল ৷

আরও পড়ুন: ফের বিশ্বসেরা মোদি, পিছনে ফেললেন বাইডেন, ট্রুডোদের

একই সুরে খাদি নিয়ে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও ৷ তিনি টুইটে লিখেছেন, "খাদিতে আমাদের ক্ষুদ্র নির্মাতাদের ধ্বংস করার জন্য পতাকা কোড সংশোধন করা হয়েছে ৷ আর এর পর খাদি নিয়ে কথা বলাটা নিছক নির্লজ্জতা ৷ এর দ্বারা এই হিন্দুত্ববাদী মতাদর্শের ব্যক্তিদের পরস্পরবিরোধী দু রকমের বক্তব্যই প্রতিফলিত হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.