Kerala Rain : বন্যা, ভূমিধস, হড়পা বানে বিধ্বস্ত কেরালা, মৃত বেড়ে 27

author img

By

Published : Oct 18, 2021, 9:30 PM IST

Kerala Rain : Death toll rises to 27, expert committee to decide on opening of dams

কেরালায় দুর্যোগে প্রাণ গিয়েছে 27 জনের ৷ এখনও বহু মানুষ নিখোঁজ ৷ এদিকে, টানা বৃষ্টিতে টইটম্বুর নদীবাঁধগুলি ৷ বাঁধ পরিদর্শনে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে ৷ কমিটির সুপারিশ মেনেই বাঁধ থেকে জল ছাড়া হবে ৷

তিরুঅনন্তপুরম, 18 অক্টোবর : কেরালায় টানা বৃষ্টিতে বন্যা, ভূমিধস ও হড়পা বানের কবলে পড়ে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে 27 জনের ৷ রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে জানানো হয়েছে, এর মধ্যে 14টি দেহ কোট্টায়াম জেলার কুট্টিককাল থেকে এবং ন’টি দেহ ইদুক্কির কোক্কায়ার থেকে উদ্ধার করা হয়েছে ৷ এঁদের সকলেরই মৃত্যুর কারণ ভূমিধ্বস ৷ এছাড়াও জলে ডুবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন : Kerala Flood Situation : ভারী বৃষ্টির জেরে খুলে দেওয়া হল বাঁধ, সতর্কবার্তা কেরালায়

সোমবার সকালে উদ্ধারকারীরা শেষ মৃতদেহটি খুঁজে পান ৷ কোক্কায়ারে সাচু ফয়জল (7) নামে এক বালকের দেহ উদ্ধার করা হয় ৷ সূত্রের খবর, ওই এলাকায় উদ্ধারকাজ আপাতত শেষ হয়েছে ৷ তবে দুর্যোগে বহু মানুষ নিখোঁজ হয়েছেন ৷ তাঁদের কাউকে খুঁজে পাওয়া যায় কি না, সেই বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে চালিয়ে যাওয়া হচ্ছে ৷

তবে বৃষ্টিতে নদীবাঁধগুলি ফুলেফেঁপে উঠেছে ৷ কিন্তু, হঠাৎ করে বাঁধের আগল খুলে দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে ৷ তাই কখন বাঁধ থেকে জল ছাড়া হবে, তা স্থির করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) এই প্রসঙ্গে বলেন, ‘‘বিশেষজ্ঞ কমিটি জলের পরিমাণ নির্ণয় করবে ৷ কখন বাঁধ থেকে জল ছাড়তে হবে তা কয়েক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট জেলাশাসকদের জানাবেন বিশেষজ্ঞরা ৷ যাতে নিচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের সময় থাকতেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া যায় ৷’’

আরও পড়ুন : জীবিকার তাগিদে কেরালা পাড়ি, নামখানার তিন মৎস্যজীবী দু'মাস ধরে নিখোঁজ

এদিকে, দুর্যোগের আবহে ইতিমধ্যেই কেরালায় 184টি ত্রাণশিবির খুলেছে রাজ্য সরকার ৷ ত্রাণশিবিরগুলিতে যাতে খাদ্য-সহ অন্য়ান্য প্রয়োজনীয় সামগ্রীর কোনও অভাব না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি, স্থানীয় বিভিন্ন সংগঠনকেও উদ্ধারকাজে সাহায্য করার আবেদন জানিয়েছেন তিনি ৷ যদিও ইতিমধ্যেই উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 11টি দলকে মোতায়েন করা হয়েছে ৷

জাতীয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করেই কেরালায় বাহিনীর 11টি দলকে মোতায়েন করা হয়েছে ৷ এর মধ্যে আলাপ্পুঝা এবং ইদুক্কি জেলায় দু’টি করে দল রয়েছে ৷ একটি করে দল মোতায়েন রয়েছে মালাপ্পুরম, এর্নাকুলাম, ত্রিশূর, পথনমথিত্তা, পালাক্কাড়, কান্নুর এবং কোল্লাম জেলায় ৷ এই সাতটি জেলাতেই দুর্যোগের প্রভাব সবথেকে বেশি পড়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.