ETV Bharat / bharat

Sanna Irshad Matoo: পুলিৎজার জয়ী কাশ্মীরের চিত্র সাংবাদিককে দিল্লি বিমানবন্দরে বাধা, যেতে দেওয়া হল না বিদেশে

author img

By

Published : Jul 2, 2022, 10:04 PM IST

Kashmiri journalist Sanna Irshad Matoo
পুলিৎজার জয়ী কাশ্মীরের চিত্র সাংবাদিককে দিল্লি বিমানবন্দরে বাধা

এক টুইট বার্তায় সানা ইরশাদ মাট্টু (Sanna Irshad Matoo) শনিবার লেখেন, "একটি বই প্রকাশ অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীতে যোগ দিতে আমার দিল্লি থেকে ফ্রান্সে যাওয়ার কথা ছিল ৷ আমার কাছে ফ্রান্সের ভিসা থাকা সত্ত্বেও আমার দিল্লি বিমানবন্দরের অভিবাসন ডেস্কে আটকে দেওয়া হয় ৷"

শ্রীনগর, 2 জুলাই: পুলিৎজার পুরস্কার জয়ী কাশ্মীরের চিত্র সাংবাদিক সানা ইরশাদ মাট্টুকে বিদেশে যেতে বাধা ৷ তাঁকে আটকে দেওয়া হল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ জানা গিয়েছে, শনিবার ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল সানার ৷ কিন্তু এদিন তিনি দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাঁকে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ (Kashmiri photo journalist Sanna Irshad Matoo stopped at Delhi airport) ৷ বিমানে উঠতে দেওয়া হয়নি তাঁকে ৷ তবে ঠিক কী কারণে আটকানো হল তা স্পষ্ট নয় ৷

এক টুইট বার্তায় সানা এদিন লেখেন, "একটি বই প্রকাশ অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীতে যোগ দিতে আমার দিল্লি থেকে ফ্রান্সে যাওয়ার কথা ছিল ৷ আমার কাছে ফ্রান্সের ভিসা থাকা সত্ত্বেও আমার দিল্লি বিমানবন্দরের অভিবাসন ডেস্কে আটকে দেওয়া হয় ৷" কেন তাঁকে আটকানো হল, তাঁর নির্দিষ্ট কোনও কারণও জানানো হয়নি বলে অভিযোগ সানা ইরশাদ মাট্টুর ৷

  • Since last few days, I have been overwhelmed with joy and gratitude on receiving The Pulitzer (@PulitzerPrizes) in Feature Photography category. This would have been impossible without the unconditional support of the Reuters (@Reuters) team. (1/6)

    — Sanna Irshad Mattoo (@mattoosanna) May 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নূপুর শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি কলকাতা পুলিশের

তবে সানাই প্রথম কাশ্মীরি সাংবাদিক নন, যাঁকে বিদেশে যেতে বাধা দেওয়া হল ৷ 2019 সালে কাশ্মীরের সাংবাদিক গওহর গিলানিকে জার্মানিতে যেতে বাধা দেওয়া হয় ৷ সানার মতো তাঁকের এরজন্য কোনও কারণ দেখানো হয়নি ৷ ভারতে কোভিডের দ্বিতীয় টেউ নিয়ে ছবি তোলার জন্য চলতি বছরের 10 মে আন্তর্জাতিক পুলিৎজার সম্মান পান সানা ৷ সংবাদসংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.