ETV Bharat / bharat

দল বিরোধী কাজ, বহিষ্কৃত JDU-র আইন পরিষদের সদস্য় দীনেশ প্রসাদ সিং

author img

By

Published : Nov 4, 2020, 10:52 PM IST

JDU-র তরফে দীনেশকে চিঠি দিয়ে জানানো হয়েছে, তাঁকে দল বিরোধী কাজের জন্য় সাধারণ সদস্য় পদ থেকে বহিষ্কার করা হচ্ছে ৷ একই সঙ্গে তাঁকে নির্দেশ দেওয়া হয়, কেন তিনি এই কাজ করেছেন তার স্বপক্ষে যথাযথ যুক্তি পেশ করতে হবে ৷
jdu-suspends-mlc-dinesh-prasad-singhs-primary-membership-for-helping-daughter-in-polls
দল বিরোধী কাজ, বহিষ্কৃত JDU-র আইন পরিষদের সদস্য় দীনেশ প্রসাদ সিং

পাটনা, বিহার, 4 নভেম্বর : জনতা দল ইউনাটেড থেকে বহিষ্কৃত হলেন তাঁদের আইন পরিষদের সদস্য় দীনেশ প্রসাদ সিং ৷ অভিযোগ, তিনি নিজের মেয়ে তথা গাইঘাটের LJP-র প্রার্থী কমল সিংয়ের প্রচারে সাহায্য় করেছেন ৷ এর জন্য় JDU-র কর্মীদের ব্য়বহার করেছেন দীনেশ প্রসাদ সিং ৷ অন্য়দিকে, JDU প্রার্থী মহেশ্বর প্রসাদ যাদবের হয়ে প্রচারে কোনও কর্মীকেই তিনি কাজে লাগাননি বলে অভিযোগ ৷ দীনেশ প্রসাদ সিংয়ের স্ত্রী বীণা সিং LJP-র বৈশালী কেন্দ্রের সাংসদ ৷

JDU-র তরফে দীনেশকে চিঠি দিয়ে জানানো হয়েছে, তাঁকে দল বিরোধী কাজের জন্য় সাধারণ সদস্য় পদ থেকে বহিষ্কার করা হচ্ছে ৷ একই সঙ্গে তাঁকে নির্দেশ দেওয়া হয়, কেন তিনি এই কাজ করেছেন তার স্বপক্ষে যথাযথ যুক্তি পেশ করতে হবে ৷ চিঠিতে অভিযোগ করা হয়েছে, মুজফ্ফরপুর জেলার 88নং বিধানসভা কেন্দ্র গাইঘাট থেকে দীনেশ প্রসাদ সিংয়ের মেয়ে LJP-র তরফে লড়াই করছেন ৷ সেই কেন্দ্রে JDU-র তরফে ভোটে দাঁড়িয়েছেন মহেশ প্রসাদ যাদব ৷ তবে, দীনেশ প্রসাদ সিং JDU নেতা ও কর্মীদের মহেশের প্রচারে কাজ না করিয়ে, LJP প্রার্থীর হয়ে কাজ করতে বাধ্য় করেছেন ৷ এমনকী সমাজবিরোধীদের দিয়ে JDU কর্মীদের ভয় দেখানোর অভিযোগও উঠেছে দীনেশ প্রসাদ সিংয়ের বিরুদ্ধে ৷

আগামী 7 নভেম্বর বিহারের তৃতীয় তথা শেষ দফার নির্বাচন ৷ তাঁর আগে গোবলয়ের অন্য়তম গুরুত্বপূর্ণ রাজ্য়ের নির্বাচনী উত্তাপ তুঙ্গে ৷ বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে 10 নভেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.