ETV Bharat / bharat

একটি শালের দাম 1 লক্ষ টাকা! গীতা মহোৎসব প্রদর্শনীশালায় নজর কাড়ছে কাশ্মীরের পশমিনা শিল্প

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 10:29 PM IST

Pashmina Shawl in Geeta Mahotsava: শুরু হয়েছে আন্তর্জাতিক গীতা মহোৎসব ৷ পর্যটকদের কাশ্মীরের পশমিনা শাল নজর কেড়েছে ৷ এক একটি শাল বিক্রি হচ্ছে লক্ষাধিক টাকায় ৷

Etv Bharat
শালের দাম 1 লাখ টাকা!

কুরুক্ষেত্র, 16 ডিসেম্বর: দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্প কারিগরদের নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক গীতা মহোৎসব 2023 ৷ হরিয়ানার কুরুক্ষেত্রে 7 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই প্রদর্শনীশালা ৷ চলবে 24 ডিসেম্বর পর্যন্ত ৷ গীতা মহোৎসবে এই প্রদর্শনী সকলের নজর কেড়ে নিয়েছে ৷ তার মধ্যে উপস্থিত পর্যটকদের মন কেড়েছে কাশ্মীরের পাল গ্রামের পশমিনা শাল ৷ এক একটি পশমিনা শাল তৈরি করতে সময় লাগে প্রায় এক বছর ৷ প্রদর্শনী মেলায় সেই শাল বিকোচ্ছে 1 লক্ষ টাকারও বেশি দামে ৷

কাশ্মীরের শিল্পী জুবের জানিয়েছেন, গত 8 বছর ধরে আন্তর্জাতিক গীতা মহোৎসবে আসছেন। হয়। গত চার দশক ধরে তার পরিবারের সদস্যরা পশমিনা শাল তৈরি করছেন। এখন পর্যন্ত সবচেয়ে দামি যে পশমিনা শাল তিনি তৈরি করেছেন, তার দাম 6 লক্ষ টাকা। দশম শ্রেণী পাশ করার পর বাবার সঙ্গে পশমিনা শাল তৈরির কাজ শুরু করেন তিনি ৷ এরপর থেকে তিনিই পশমিনা শাল তৈরি করে আসছেন। এই শাল তৈরির জন্য একাধিক পুরস্কার পেয়েছে তাঁর পরিবার ৷ শিল্পী জুবের জানান, বড় ভাই ও তাঁর বাবা 2006 ও 2012 সালে জাতীয় পুরস্কার সম্মানে ভূষিত হয়েছেন। তিনি নিজেও পশমিনা শাল তৈরির জন্য পুরস্কৃত হয়েছেন ৷

দেশের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও পশমিনা শালের খ্যাতি ছড়িয়ে পড়েছে ৷ জুবেরের পরিবারের এক সদস্য 2015 সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ কমিটির তরফ থেকে ন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ড পেয়েছে বলে জানান তিনি ৷ বংশ পরম্পরায় এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাঁদের পরিবার বলে জানা গিয়েছে ৷ এই নিয়ে ফিফথ জেনারেশন পশমিনা শাল তৈরির কাজে যুক্ত বলে জানিয়েছেন জুবের ৷

পশমিনা শাল প্রসঙ্গে বলতে গিয়ে জুবের জানান, মোঘল সাম্রাজ্যের সময় থেকে এই শাল জনপ্রিয় ৷ সেই সময়কার রাজা-রানিরা পশমিনা শাল ব্যবহার করা পছন্দ করতেন ৷ তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত 5 হাজার থেকে 6 লাখ টাকা দামের পশমিনা বানিয়েছেন তিনি ৷ চাহিদা অনুযায়ী এই শাল বানানো হয় ৷ যে শালটির দাম 6 লক্ষ টাকা, সেটি বানাতে সময় লেগেছে 3 বছর ৷ যদি কেউ দামি শাল বানাতে চান, তাহলে তাঁকে আগাম অর্ডার দিতে হয় ৷ আন্তর্জাতিক গীতা মহোৎসবে এখনও পর্যন্ত তাঁদের 1 লাখ টাকা দামের শালও বিক্রি হয়েছে ৷

এই শালের বিশেষ বৈশিষ্ট্যও রয়েছে ৷ এই শাল ভীষণ নরম ও উষ্ণ হয় ৷ ফলে পাহাড়ি এলাকার মানুষজন এই শাল গায়ে দিতে পছন্দ করেন ৷ ঠান্ডার হাত থেকে বাঁচতে এই শালের জুড়ি মেলা ভার ৷ এই শাল এতটাই নরম হয় যে আংটির মধ্য দিয়েও পিছলে যেতে পারে ৷ ফলে আন্তর্জাতিক গীতা মহোৎসবে এই পশমিনা শাল দর্শকদের টানছে বেশি করে ৷

আরও পড়ুন

1. অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি জোরদার, 20-23 জানুয়ারি হোটেলগুলিতে অগ্রিম বুকিং নয়

2. মিডিয়ায় বাড়ল আদানি গোষ্ঠীর ব্যবসার পরিসর, আইএএনএসের অধিকাংশ শেয়ার কিনে নিল সংস্থা

3. সুরাতে তৈরি বিশ্বের বৃহত্তম কর্পোরেট অফিস! রবিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.