ETV Bharat / bharat

Jairam Ramesh Over Dhankar: 'রাজ্যসভার সভাপতি আম্পায়ার, কোনও দলের চিয়ারলিডার নন', ধনকড়কে কটাক্ষ জয়রামের

author img

By

Published : Mar 10, 2023, 8:47 AM IST

Jairam Ramesh
জগদীপ ধনকড় ও জয়রাম রমেশ

ব্রিটেনের সাংসদদের সামনে একটি কথোপকথনে রাহুল গান্ধির কথায় বারে বারে উঠে এসেছে ভারতের সংসদে বিরোধীদের মাইক বন্ধ করে দেওয়া হয় ৷ তাঁদের কথা বলতে দেওয়া হয় না ৷ এ নিয়ে তাঁর সমালোচনা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ তার জবাবে একটি বিবৃতি প্রকাশ করলেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh criticizes Vice President Jagdeep Dhankhar) ৷

নয়াদিল্লি, 10 মার্চ: "রাজ্যসভার সভাপতি কোনও দলের চিয়ারলিডার নন ৷ তিনি সবার কাছে আম্পায়র, রেফারি", উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের পদ প্রসঙ্গে এই মন্তব্য করলেন জয়রাম রমেশ ৷ 9 মার্চ একটি বইপ্রকাশ অনুষ্ঠানে উপারাষ্ট্রপতি নাম না করে রাহুল গান্ধির বিদেশে বক্তৃতার প্রসঙ্গ তুলে তাঁকে তুলোধনা করেন ৷ ব্রিটেনে কংগ্রেস সাংসদ অভিযোগ করেছেন, দেশের সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করতে তাঁদের মাইক বন্ধ করে দেওয়া হয় ৷

ধনকড়ের বক্তব্যের সমালোচনা করেন প্রবীণ কংগ্রেস নেতা ৷ উপরাষ্ট্রপতির নিরপেক্ষ থাকা উচিত বলে মনে করিয়ে দিলেন তিনি (RS Chairman cannot be cheerleader of ruling dispensation, Congress) ৷ বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে জয়রাম রমেশ সামাজিক মাধ্যমে একটি বিবৃতি পোস্ট করেন ৷ সেখানে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার সভাপতির (Rajya Sabha Chairman Jagdeep Dhankhar) পদের গুরুত্ব নিয়ে তিনি লেখেন, "কোনও কোনও পদে আসীন থাকাকালীন নিজের পছন্দের দলের প্রতি নিষ্ঠা ত্যাগ করা আবশ্যক ৷ এর জন্য নিজেকে মজবুত করতে হয় ৷ ভারতের উপরাষ্ট্রপতির পদটিও সেরকম একটি পদ ৷ সংবিধান অনুযায়ী তাঁর কাঁধে রাজ্যসভার সভাপতি হওয়ার অতিরিক্ত দায়িত্ব থাকে ৷"

  • Here is a statement I have just issued in response to some remarks made by the Vice President and Chairnan of the Rajya Sabha a few hours ago. pic.twitter.com/N8BWX0ALmu

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) March 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জগদীপ ধনকড় ওই অনুষ্ঠানে রাহুলের বিরুদ্ধে অভিযোগ করেন, "আমি দেশের রাজনীতির অংশ নই ৷ সাংবিধানিক কর্তব্যে বিশ্বাস করি ৷ আমি যদি নীরবতা দেখতে পাই, তাহলে দেশের প্রতি আস্থা আছে এমন বিশাল সংখ্যক মানুষ চিরকালের জন্য নীরব হয়ে যাবে ৷ এমন নেতিবাচক পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য যা করা দরকার করতে হবে। " এর উত্তরে জয়রাম রমেশ লেখেন, "তিনি একটি সরকারকে বাঁচাতে দৌড়চ্ছেন ৷ রাহুল গান্ধি বিদেশে গিয়ে নতুন কিছু বলেননি ৷ দেশের মাটিতেও বহুবার তিনি এই প্রসঙ্গ তুলেছেন ৷ তিনি ওই ধরনের মানুষদের মতো নন, যাঁরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের রূপ বদলান ৷ রাহুল গান্ধির বক্তব্য তথ্যমূলক এবং তা মাটির বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ৷"

আরও পড়ুন: 'আরএসএস স্বৈরাচারী', লন্ডনে চ্যাথাম হাউজের কথোপকথনে মন্তব্য রাহুলের

ফেব্রুয়ারি মাসে সংসদীয় বাজেট অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা- দুই কক্ষে বিরোধীদের তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সরকারকে ৷ এরপর বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মোদি সরকারের পদক্ষেপ নিয়ে জয়রাম রমেশ লেখেন, "গত দু'সপ্তাহে সংসদের 12 জনেরও বেশি সদস্যকে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হয়েছে ৷ কারণ তাঁরা এমন একটি বিষয়ে সরব হয়েছিলেন, যা সরকারের জন্য সমস্যাজনক ৷"

সংসদে মাইক বন্ধের প্রসঙ্গে উপরাষ্ট্রপতি ইন্দিরা গান্ধির জরুরি অবস্থার কথা তুলে ধরেন ৷ তাকে ইতিহাসের কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন ৷ সে সময় সংবাদমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়ার প্রসঙ্গ তোলেন তিনি ৷ মোদি সরকারের আমলে সংবাদমাধ্যমের সঙ্গেও তেমনটাই করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রবীণ কংগ্রেস নেতা ৷ তিনি লেখেন, "গত 8 বছরে সংবাদমাধ্যম এবং সংবাদপত্রগুলিকে ব্ল্যাকআউট করা হয়েছে ৷ এমনকী হুমকি দেওয়া হয়েছে যে, শুধুমাত্র সরকারের আওয়াজই শোনা যাবে ৷ অতীতে সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি দূরত্ব বজায় রাখত সংস্থাগুলি ৷ এখন তারা এতটাই অধীন যে, শাসকদলের বিরুদ্ধে গেলে, তাদের গলা টিপে ধরা হয় ৷"

দেশের বর্তমান অবস্থা নিয়ে কংগ্রেস নেতা লেখেন, "এখন হয়তো দেশে ঘোষিত জরুরি অবস্থা নেই ৷ তবে খুব ভুল না হলে, বর্তমানে সরকারের কাজকর্মগুলি কোনও সুরক্ষিত ও সংবিধানে আস্থা রাখা সরকারের বলে মনে হয় না ৷ উপরাষ্ট্রপতির এখনকার এবং অতীতের বেশ কিছু মন্তব্য এই বিষয়টি প্রমাণ করে ৷" সবশেষে তিনি লেখেন, "ইতিহাস কোনও নেতা এভাবে মনে রাখে না, যে তিনি কী ভাবে তাঁর দলকে বাঁচাতে উঠেপড়ে লেগেছিলেন ৷ বরং তিনি কতটা গরিমার সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করেছেন, তা থেকে যায় ৷"

আরও পড়ুন: 'আমার ফোনে পেগাসাস ছিল, ভারতে গণতন্ত্র বিপন্ন', কেমব্রিজে দাবি রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.