ETV Bharat / bharat

Jairam Ramesh on Joshimath Crisis: ইসরোকে মুখ বন্ধ রাখতে বলছে এনডিএমএ ! ক্ষুব্ধ প্রাক্তন পরিবেশমন্ত্রী

author img

By

Published : Jan 15, 2023, 6:19 PM IST

জোশীমঠ নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ তথা পূর্বতন কেন্দ্রীয় সরকারের পরিবেশ ও বনমন্ত্রী জয়রাম রমেশ (Jairam Ramesh on Joshimath Crisis) ৷ কী তাঁর অভিযোগ ?
Jairam Ramesh slams NDMA alleging they told ISRO to be shut up over Joshimath Crisis
জয়রাম রমেশের নিশানায় এনডিএমএ ৷

নয়াদিল্লি, 15 জানুয়ারি: জোশীমঠের শোচনীয় পরিণতি (Joshimath Crisis) নিয়ে আলোচনা, সমালোচনা চলছে ৷ তারই মধ্যে এবার সরাসরি ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (National Disaster Management Authority) বা এনডিএমএ-কে (NDMA) নিশানা করলেন কংগ্রেস সাংসদ তথা পূর্বতন কেন্দ্রীয় সরকারের পরিবেশ ও বনমন্ত্রী জয়রাম রমেশ (Jairam Ramesh) ৷ তাঁর দাবি, জোশীমঠ যে বিপদে আছে, সেকথা ইতিমধ্যেই জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) ৷ কিন্তু, এনডিএমএ এই অবস্থায় ইসরোকেই মুখ বন্ধ রাখতে বলছে !

উল্লেখ্য, ইতিমধ্যেই ইসরোর পক্ষ থেকে জোশীমঠের বেশ কিছু ছবি প্রকাশ্যে আনা হয়েছে, তাতে দেখা গিয়েছে, গত বছরের 27 ডিসেম্বর থেকে চলতি মাসের 8 (আট) তারিখের মধ্যে জোশীমঠ প্রায় 5.4 সেন্টিমিটার ধসে গিয়েছে ! এই প্রসঙ্গে একটি টুইট করেছেন জয়রাম ৷ সেখানে তিনি লিখেছেন, "ওরা নিজেরা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হয়ে অন্য প্রতিষ্ঠানকে আক্রমণ করছে ৷ এবার এনডিএমএ বলছে ইসরোকে চুপ করে থাকতে ৷ কিন্তু, উপগ্রহের ছবিকে মিথ্যা প্রমাণ করবে কীভাবে ? এটি আসলে নতুন ভারত ৷ যেখানে শুধুমাত্র একজনই সবকিছু জানেন এবং তিনিই ঠিক করে দেন, কে কোন বিষয়ে কথা বলবেন ৷" সংশ্লিষ্ট টুইটে সংবাদমাধ্যমের একটি খবরও ট্য়াগ করেছেন জয়রাম ৷

আরও পড়ুন: 12 দিনে 5.4 সেমি বসেছে জোশীমঠ, পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় 'না'

এদিকে, জোশীমঠ নিয়ে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় একের পর এক খবর, পোস্ট ঘুরে বেড়াচ্ছে ৷ সূত্রের দাবি, এই বিষয়টি নিয়ে নাকি উদ্বেগে রয়েছে প্রশাসন ! তাদের আশঙ্কা, এই ধরনের খবর ও প্রচারে আক্রান্তদের মধ্যে ভয় ও ভীতি ছড়াতে পারে ! প্রসঙ্গত, জোশীমঠ নিয়ে ইতিমধ্য়েই সরকারের সমালোচনা শুরু হয়েছে ৷ তবে, এক্ষেত্রে শুধুমাত্র কোনও একটি সরকারকে কাঠগড়ায় তোলা হচ্ছে, তেমনটা নয় ৷ বরং, ওয়াকিবহাল মহলের দাবি, জোশীমঠ নিয়ে প্রায় তিনদশক আগেই তৎকালীন সরকার ও প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছিল ৷ এমনকী, তারপরও বহু বিশেষজ্ঞ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৷ কিন্তু, কোনও সরকারই এই উদ্বেগকে তেমন পাত্তা দেয়নি বলে অভিযোগ ৷ উপরন্তু, একের পর এক ভারী নির্মাণকাজ শুরু করা হয়েছে ৷ তার জেরেই আজ জোশীমঠের এই করুণ পরিণতি বলে অভিযোগ উঠছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.