ETV Bharat / bharat

WB Guv urged CM for interaction : আইনশৃঙ্খলা নিয়ে আজই কথা বলতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

author img

By

Published : Apr 13, 2022, 3:37 PM IST

Updated : Apr 13, 2022, 5:40 PM IST

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যের সাংবিধানিক প্রধানের ৷ মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে আজই আলোচনার ইচ্ছেপ্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar has urged CM Mamata Banerjee for interaction) ৷

Guv urged CM
আজই কথা বলতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

কলকাতা, 13 এপ্রিল : হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ৷ হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে প্রবেশ করা নিয়ে তৃণমূল, বিজেপি ও বাম সমর্থিত আইনজীবীদের তুমুল ধস্তাধস্তি । সব মিলিয়ে বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যের সাংবিধানিক প্রধানের ৷ এবার এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (WB Governor Jagdeep Dhankar writes letter to CM Mamata Banerjee) ৷ আইনশৃঙ্খলা নিয়ে আজই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার ইচ্ছেপ্রকাশ করেন তিনি ৷

রাজ্যপাল চিঠিতে লিখেছেন, ‘‘কলকাতার হাইকোর্টের পরিস্থিতির পাশাপাশি মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির দিকই তুলে ধরছে ৷ আপনি সহমত হবেন, সংবিধান এবং আইনের শাসন দ্বারা পরিচালিত সমাজ ব্যবস্থায় আইনের পথরুদ্ধ হলে তা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারে । আজই আমি এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক ৷’’

  • WB Guv has urged CM Mamata Banerjee for interaction during the day in view of disturbing and unprecedented worrisome scenario in the precincts of High Court at Calcutta as also the recent spate of heinous crime against women and continual deteriorating law & order in the State. pic.twitter.com/e1hKfMcVg4

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : হাঁসখালি গণধর্ষণের ঘটনায় মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি'কে তলব রাজ্যপালের

প্রসঙ্গত, রাজ্যপাল আজই রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে (WB Governor Jagdeep Dhankar summons Chief Secretary and DGP) ৷ বিকেলের মধ্যে রাজ্যের দুই প্রশাসনিক প্রধানকে রাজভবনে উপস্থিত হতে বলা হয়েছে ৷ টুইটারে রাজ্যপাল লিখেছেন, ‘‘মুখ্যসচিব এবং ডিজিপিকে 13 এপ্রিল বিকেল 4টার মধ্যে রাজভবনে তলব করা হল ৷ হাঁসখালিতে 14 বছরের নাবালিকাকে গণধর্ষণ এবং হাওড়ায় রামনবমীর ধর্মীয় মিছিলে হামলার ঘটনা সম্পর্কে রাজ্যপালকে অবহিত করার জন্য তাঁদের তলব করা হয়েছে ।’’

Last Updated : Apr 13, 2022, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.