মেডিকেল অক্সিজেন কনসেনট্রেটর 'শ্বাস' দেবে ইসরো

author img

By

Published : May 19, 2021, 10:07 AM IST

অক্সিজেন কনসেনট্রেটর 'শ্বাস' দেবে ইসরো

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো পোর্টেবেল মেডিকেল অক্সিজেন কনসেনট্রেটর তৈরির প্রযুক্তি সরবাহর করার সিদ্ধান্তের কথা জানিয়েছে ৷ এই প্রযুক্তি তৈরি হয়েছে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের তত্ত্বাবধানে ৷ এই যন্ত্রটি প্রেসার সুইং অ্যাবজরপশন পদ্ধতিতে বাতাস থেকে নাইট্রোজেন আলাদা করে অক্সিজেন গ্যাসের মাত্রা বাড়াতে পারে ৷ এই যন্ত্রের মাধ্যমে অক্সিজেন গ্যাসের প্রবাহ-ও নিয়ন্ত্রণ করতে পারে ৷ 600 ওয়াটে এই অক্সিজেন কনসেনট্রেটর 220 ভোল্ট, 50 হার্জে কার্যকর ৷

চেন্নাই, 19 মে : ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) জানিয়েছে, তার রকেট সেন্টার বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি) মেডিকেল অক্সিজেন কনসেনট্রেটর 'শ্বাস' তৈরি করেছে ৷ এই যন্ত্রটি রোগীর দেহে 95 শতাংশের বেশি অক্সিজেনের মাত্রা বাড়াতে পারে ৷ যন্ত্রটি প্রেশার সুইং অ্যাবজরপশন (পিএসএ) পদ্ধতিতে বাতাস থেকে নাইট্রোজেন পৃথক করে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে ৷

'শ্বাস' ক্রমাগত প্রতি মিনিটে 10 লিটার সমৃদ্ধ অক্সিজেন সরবারহ করতে সক্ষম ৷ এই পরিমাণ অক্সিজেন একই সঙ্গে দু'জন রোগীকে দেওয়া যায়, যা তাঁদের জন্য যথেষ্ট হবে ৷

ইসরোর তরফে জানানো হয়েছে, 600 ওয়াটের এই যন্ত্রটি 220 ভোল্ট/50 হার্জে কাজ করে ৷ প্রতি মিনিটে 0.5 থেকে 10 লিটার নিয়ন্ত্রিত অক্সিজেন প্রবাহ সরবারহ করতে পারে ৷ যন্ত্রটিতে দু'টি অক্সিজেন আউটলেট রয়েছে ৷ নির্দিষ্ট চাপে 82 থেকে 95 শতাংশ অক্সিজেনের মাত্রা তৈরি করতে পারে ৷

শ্বাসের ওজন 42-44 কেজি, উচ্চতা 600 মিলিমিটার, দৈর্ঘ্য 500 মিলিমিটার এবং প্রস্থ 400 মিলিমিটার ৷ এতে একটি এলসিডি ডিসপ্লে রয়েছে যা অক্সিজেনের ঘনত্ব, প্রবাহের হার এবং চাপ দেখায় । নির্দিষ্ট মাত্রার থেকে কম অথবা বেশি হয়ে গেলে অ্যালার্মের মাধ্যেম সতর্কও করতে পারে ৷

আরও পড়ুন: কোভিডের চিকিৎসা থেকে বাদ পড়তে পারে রেমডেসিভির, জানালেন বিশেষজ্ঞরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.