ETV Bharat / bharat

Israel Envoy slams Nadav Lapid: ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্কিত মন্তব্য, নাদাভ লাপিদের সমালোচনা ইজরায়েলি রাষ্ট্রদূতের

author img

By

Published : Nov 29, 2022, 1:00 PM IST

ইজরায়েলি চলচ্চিত্র নির্মাতা নাদাভ লাপিদের (Nadav Lapid) ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) নিয়ে মন্তব্যের সমালোচনা করলেন ভারতে সেদেশের রাষ্ট্রদূত নাওর গিলন (Naor Gilon) ৷

Israel Envoy Naor Gilon Criticises Nadav Lapid Remarks in The Kashmir Files
Israel Envoy Naor Gilon Criticises Nadav Lapid Remarks in The Kashmir Files

নয়াদিল্লি, 29 নভেম্বর: ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে ইজরায়েলি চলচ্চিত্র নির্মাতা তথা গোয়ায় আয়োজিত ‘ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’র প্রধান জুরি নাদাভ লাপিদের (Israeli Filmmaker Nadav Lapid) মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে দুই দেশের চলচ্চিত্র এবং কূটনৈতিক মহলে ৷ এবার সেই ইস্যুতে নাদাভ লাপিদের সমালোচনা করলেন ভারতের ইজরায়লি দূতাবাসের রাষ্ট্রদূত নাওর গিলন (Israel Envoy Naor Gilon Criticises Nadav Lapid) ৷ সেই সঙ্গে ভারতের কাছে ক্ষমাও চেয়েছেন নাওর গিলন ৷ সেই সঙ্গে তিনি এও জানান, ইজরায়েল সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং ভবিষ্যতে তা আরও দৃঢ় হবে ৷

প্রসঙ্গত, 53তম ইফি-র সমাপ্তি অনুষ্ঠানে নাদাভ তাঁর ভাষণে ‘দ্য কাশ্মীর ফাইলস’-কে ‘অশ্লীল’ এবং ‘পক্ষপাত দুষ্ট প্রচারের হাতিয়ার’ বলে মন্তব্য করেছিলেন (Nadav Lapid Remarks in The Kashmir Files) ৷ সমাপ্তি অনুষ্ঠানের ভাষণে লাপিদ বলেন, ‘‘দ্য কাশ্মীর ফাইলস ছবিটি দেখে আমরা সবাই বিরক্ত এবং হতবাক হয়েছি ৷ আমার মনে হয়েছে, এই ছবি পক্ষপাত দুষ্ট প্রচারের হাতিয়ার এবং অশ্লীল ৷ এই ধরনের একটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগের জন্য এটি অনুপযুক্ত ৷’’

  • An open letter to #NadavLapid following his criticism of #KashmirFiles. It’s not in Hebrew because I wanted our Indian brothers and sisters to be able to understand. It is also relatively long so I’ll give you the bottom line first. YOU SHOULD BE ASHAMED. Here’s why: pic.twitter.com/8YpSQGMXIR

    — Naor Gilon (@NaorGilon) November 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নাদাভ লাপিদের এই মন্তব্য যে ইজরায়েল বিদেশমন্ত্রক ভালোভাবে নেয়নি তা এদিন নাওর গিলনের টুইটে স্পষ্ট ৷ নাদাভকে উদ্দেশ্য করে সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘কাশ্মীর ফাইলসের সমালোচনা করার জন্য নাদাভ লাপিদকে খোলা চিঠি ৷ এটা হিব্রুতে লিখলাম না ৷ কারণ, আমি চাই আমার ভারতীয় ভাই এবং বোনেরা এই লেখা বুঝুক ৷ এটা অনেকটা বড় হতে চলেছে ৷ তাই চিঠির শেষ লাইনটা আগে দিলাম ৷ ‘আপনার লজ্জা হওয়া উচিত’ ৷’’

আরও পড়ুন: 'অশ্লীল ছবি', 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে বড় মন্তব্য ইফি জুরি প্রধানের

পুরো বিষয়টি নিয়ে নাদাভ লাপিদ 11টি প্যারাগ্রাফে 6টি পয়েন্ট তুলে ধরেছেন ৷ যার প্রতিটি ছত্রে চলচ্চিত্র নির্মাতা লাপিদের সমালোচনা এবং ভারতীয় সংস্কৃতি ও তার বৈচিত্র্যের প্রশংসা করেছেন ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন ৷ তিনি লেখেন, ‘‘ভারতীয় সংস্কৃতিতে তাঁরা বলেন, অতিথি ভগবানের মতো ৷ আর আইএফএফআই গোয়ার বিচারক প্যানেলের চেয়ারে বসে ভারতীয় আমন্ত্রণকে অসম্মান করেছেন ৷ সেই সঙ্গে আপনাকে যে সম্মান এবং উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে, তার অসম্মান করলেন ৷’’

নাদাভ লাপিদের এই মন্তব্যে দর্শকাসনে বসা সকলেই হতবাক হয়েছিলেন ৷ যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ যাঁর সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন ভারতীয় চলচ্চিত্র জগতের প্রশংসা করেন ৷ ধন্যবাদ জানান, ভারতীয় চলচ্চিত্রে ইজরায়েলি কাহিনীকে গ্রহণ করার জন্য ৷ আর তার কয়েক মুহূর্ত পরে প্রধান জুরির এই মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়েন নাওর গিলন ৷ তার প্রেক্ষিতেই এদিন নাদাভ লাপিদের সমালোচনা করেন ইজরায়েলি রাষ্ট্রদূত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.