ETV Bharat / bharat

Ashok Gehlot in New Delhi: মনোনয়নপত্র জমা দেবেন গেহলত ? আজ সোনিয়া-সাক্ষাতে রাজস্থানের মুখ্যমন্ত্রী

author img

By

Published : Sep 29, 2022, 9:19 AM IST

রাজস্থান, অশোক গেহলত ও কংগ্রেস সভাপতি নির্বাচন- গত কয়েকদিনে একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছে এই তিনটি বিষয় ৷ সংকটে রাজস্থান তথা কংগ্রেসের দলীয় রাজনীতি ৷ আজই সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে পারেন অশোক গেহলত (Ashok Gehlot Rajasthan crisis) ৷ "Internal politics goes on, we will resolve it":

Ashok Gehlot
ETV Bharat

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে তৈরি পরিস্থিতি সামলাতে দিল্লি পৌঁছেছেন খোদ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ তাঁর কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়া ঘিরে রীতিমতো তোলপাড় রাজস্থান তথা কংগ্রেসের অন্দমহল ৷ এদিকে মঙ্গলবার তাঁর তিন অনুগামীকে বিশৃঙ্খলতার প্রশ্নে শোকজ নোটিশ ধরিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ৷ তবে বুধবার রাজধানীতে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, "অন্দরের রাজনীতি চলতে থাকে, আমরা ঠিক সমাধান করে নেব" (internal politics goes on, we'll resolve it) ৷ বুধবার তিনি যোধপুর হাউজে (Jodhpur House) পৌঁছন ৷ আজ, বৃহস্পতিবার তাঁর কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করার কথা (Rajasthan Chief Minister Ashok Gehlot to meet Congress Interim President Sonia Gandhi) ৷

সংকটাপন্ন অবস্থা নিয়ে গেহলত জানান, দল কংগ্রেস সভাপতির (Congress president) নির্দেশে কাজ করে ৷ সময় এলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ এরপরই প্রসঙ্গ পালটে গেহলত বলেন, "মুদ্রাস্ফীতি হোক বা বেকারত্ব অথবা দেশকে শাসন করার প্রবণতা- এ সবকিছু নিয়ে রাহুল গান্ধি (Rahul Gandhi) উদ্বিগ্ন ৷ দেশ যে দিকে যাচ্ছে, তা নিয়ে আমরা সবাই চিন্তায় আছি ৷ এই সময়টাকে সামলে ওঠাটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷ দলের মধ্যে রাজনীতি হয়, আমরা ঠিক সমাধান করে ফেলব ৷" সংবাদমাধ্যমকে তাঁর পরামর্শ, "দেশের ইস্যুগুলি মিডিয়ার বোঝা উচিত ৷ লেখক, সাংবাদিকদের দেশ-বিরোধী বলে জেলে পোরা হচ্ছে ৷ আমরা তাঁদের জন্য চিন্তিত ৷ রাহুল গান্ধির এই যাত্রাও (Bharat Jodo Yatra) তাঁদের জন্য ৷"

আরও পড়ুন: উলটো সুর বিদ্রোহীদের, সোনিয়ার কড়া অবস্থানে বেকায়দায় গেহলত

30 সেপ্টেম্বর কংগ্রেস সভাপতি নির্বাচনে (Congress President Poll) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৷ এদিকে রাজস্থান সংকটে এখনও অবধি মনোনয়নপত্র জমাই দেননি অন্যতম প্রধান প্রার্থী অশোক গেহলত ৷ জানা গিয়েছে, প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং (Senior Party Leader Digivjaya Singh) কংগ্রেস সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন ৷ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীও বুধবার রাতে দিল্লি পৌঁছেছেন ৷ বৃহস্পতিবার তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার সম্ভাবনা তীব্র ৷ তিনি নিজেই জানিয়েছেন, সভাপতি নির্বাচনে লড়া নিয়ে গান্ধি পরিবারের সঙ্গে কোনও কথা হয়নি ৷ তবে তিনি মনোনয়নপত্র জমা দেবেন ৷

অন্যদিকে শুক্রবার, 30 সেপ্টেম্বর জি-23 দলের সদস্য শশী থারুর (Shashi Tharoor) কংগ্রেস সভাপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গিয়েছে ৷ দলের একটি বড় অংশ মনে করে শশীর বিরুদ্ধে অশোক গেহলতকে প্রার্থী হিসেবে বাছাই করেছিলেন স্বয়ং সোনিয়া গান্ধি ৷ কিন্তু তিনি শেষ পর্যন্ত প্রার্থী হবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ থারুর-গেহলত যুদ্ধের মাঝে দিগ্বিজয় সিংয়ের আগমন কংগ্রেস সভাপতি নির্বাচনে নিঃসন্দেহে কাহানী মে নয়া টুইস্ট ৷

আরও পড়ুন: সভাপতি নির্বাচনের প্রার্থীদের উদ্দেশে মন্তব্য বন্ধ হোক, অভিষেকের গলায় জয়রামের সুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.