Insurance Rider Covers: হঠাৎ বাড়ির রোজগেরে লোকটির কিছু হলে কোন বিমা পাশে থাকবে ?

author img

By

Published : Sep 28, 2022, 12:52 PM IST

Updated : Sep 28, 2022, 6:53 PM IST

Insurance

পরমুহূর্তে কী হবে, কিছু বলা যায় না ৷ হতেই পারে পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের এমন কিছু হল যে, তিনি আর কর্মক্ষম রইলেন না ৷ সেক্ষেত্রে বিমা আর্থিক সাহায্য দেয় ৷ এর জন্য কোন বিমা, সে বিষয়ে জেনে নিন (Insurance Rider Covers) ৷

নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: বিপদের দিনে ভরসা বিমা, তাই সবাই কম-বেশি বিমা করে থাকেন ৷ বিমারও অনেক রকমফের আছে ৷ যদি বাড়ির উপার্জনশীল ব্যক্তিটি হঠাৎ কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেন ? তখন কোন বিমা থেকে সাহায্য পাওয়া যাবে ? এখানেই দরকার টার্ম পলিসি (term policy benefit) ৷ যাঁর নামে এই পলিসি রয়েছে, তিনি আচমকা জখম হলে বা কাজ করতে না পারলে এই বিমা থেকে সুবিধে পাবেন ৷ অনেকে এF দিকটায় খুব বেশি ভাবনাচিন্তা করেন না ৷ তাই বিমা বাছাই করার সময় দেখে নেওয়া উচিত, কোনও কারণে সাময়িক বা পুরোপুরি অর্থ রোজগারের দিকটি বন্ধ হয়ে গেলে যেন সমস্যায় পড়তে না হয় ৷

তাই এক্ষেত্রে সাপ্লিমেন্টারি রাইডার পলিসি (supplementary rider policies) অতিরিক্ত নিরাপত্তা দিতে পারে ৷ বিমা কোম্পানিগুলি প্রধান টার্ম পলিসির সঙ্গে সাপ্লিমেন্টারি প্ল্যানগুলি দিয়ে থাকে ৷ তাই আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার জন্য বিমা করার আগে দু'বার ভেবে নিন ৷

আরও পড়ুন: চিকিৎসার খরচ সামলাতে স্বাস্থ্য বিমায় সংযুক্ত করুন 'কো-পে'

প্রাথমিক টার্ম প্ল্যান শুধুমাত্র পলিসিহোল্ডারের মৃত্যুতে ক্ষতিপূরণ দেবে ৷ যদি সেখানে 'অ্যাকসিলারেটেড ডেথ বেনিফিট রাইডার' (accelerated death benefit rider, ADB) থাকলে মৃতের পরিবার অতিরিক্ত ক্ষতিপূরণ পাবে ৷ উদাহরণস্বরূপ, যদি টার্ম পলিসিতে 25 লক্ষ টাকার বিমা করা থাকে এবং সঙ্গে 15 লক্ষ টাকা রাইডার প্ল্যান ৷ এক্ষেত্রে পলিসি হোল্ডার কোনও দুর্ঘটনায় মারা গেলে নমিনি করা ব্যক্তি 40 লক্ষ টাকা পাবেন ৷ চারদিকে প্রায়শই পথ দুর্ঘটনায় বহু লোক প্রাণ হারান ৷ সেক্ষেত্রে এই অর্থনৈতিক নিরাপত্তা থাকাটা প্রয়োজন ৷

Last Updated :Sep 28, 2022, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.