ETV Bharat / bharat

Ayodhya Mosque: আগামী বছরই অযোধ্যায় শেষ হবে মসজিদ নির্মাণের কাজ, জানাল অছি পরিষদ

author img

By

Published : Nov 13, 2022, 1:27 PM IST

2023 সালের ডিসেম্বর মাসের (December 2023) মধ্যেই অযোধ্যার নির্ধারিত জমিতে মসজিদ (Ayodhya Mosque) তৈরির কাজ শেষ হবে ৷ তারপর অন্য ইমরাত নির্মাণ হবে ৷ সংবাদমাধ্যমকে একথা জানালেন ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের (Indo Islamic Cultural Foundation Trust) সম্পাদক আতর হুসেন (Athar Hussain) ৷

Indo Islamic Cultural Foundation Trust informs Construction of Ayodhya Mosque likely to be completed by December 2023
Ayodhya Mosque: আগামী বছরই অযোধ্যায় শেষ হবে মসজিদ নির্মাণের কাজ, জানাল অছি পরিষদ

লখনউ (উত্তরপ্রদেশ), 13 নভেম্বর: আগামী বছরের ডিসেম্বর মাসের (December 2023) মধ্যেই অযোধ্যায় নির্ধারিত জমিতে মসজিদ (Ayodhya Mosque) তৈরির কাজ শেষ হয়ে যাবে ৷ এমনটাই আশাপ্রকাশ করেছেন মসজিদ নির্মাণের দায়িত্বে থাকা ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের (Indo Islamic Cultural Foundation Trust) সম্পাদক আতর হুসেন (Athar Hussain) ৷ সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা আমাদের প্রস্তাবিত মসজিদ, হাসপাতাল, কমিউনিটি কিচেন, পাঠাগার এবং গবেষণাকেন্দ্রের মানচিত্র ইতিমধ্য়েই সংশ্লিষ্ট প্রশাসনকে জমা দিয়েছি ৷ আমাদের আশা, চলতি মাসের মধ্যেই অযোধ্য়া উন্নয়ন কর্তৃপক্ষ (Ayodhya Development Authority) আমাদের নির্মাণকাজ শুরু করার ছাড়পত্র দিয়ে দেবে ৷ আর তারপরই আমরা নির্মাণ শুরু করব ৷"

আতর জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুসারে এগোলে আগামী বছরের ডিসেম্বর মাসের মধ্যেই অযোধ্যার ধন্নিপুরের (Dhannipur) প্রকল্প এলাকায় মসজিদ তৈরির কাজ শেষ হয়ে যাবে ৷ এরপর অন্যান্য ইমারত নির্মাণের প্রক্রিয়ায় হাত দেওয়া হবে ৷

আরও পড়ুন: পেটে 6 ইঞ্চির ছুরি নিয়ে ছ'দিন ! জটিল অস্ত্রোপচারে জীবনে ফিরলেন রোগী

উল্লেখ্য, অযোধ্য়ায় বাবরি মসজিদ ধ্বংস এবং রাম মন্দির নির্মাণের আবেদন সংক্রান্ত মামলাটির শুনানি বিভিন্ন আদালতে দশকের পর দশক ধরে চলে। (Ayodhya Dispute Case) ৷ শেষমেশ সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দেয়, বিতর্কিত 2.77 একর অংশে, যেখানে আগে বাবরি মসজিদ ছিল, সেখানেই তৈরি করা হবে রাম মন্দির ৷ বদলে অযোধ্যার অন্য কোনও একটি জায়গায় মসজিদ গড়ে তোলার জন্য 5 একর জমি দিতে হবে ৷ সেই মতোই পরবর্তীতে সমস্ত বন্দোবস্ত করা হয় ৷

শীর্ষ আদালতের এই রায়কে তাদের বিরাট জয় হিসাবেই সর্বদা তুলে ধরে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ৷ 2020 সালের অগাস্ট মাসে করোনা আবহের মধ্যেই অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ একইসঙ্গে, ওই দিনই মন্দিরের ভূমিপুজো করা হয় ৷ সংশ্লিষ্ট অছি পরিষদের দাবি, 2024 সালের মধ্যেই অযোধ্য়ার নবনির্মিত রাম মন্দিরের দরজা ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, ওই বছরই দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.