ETV Bharat / bharat

Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ কমে 67 হাজারে, বাড়ছে মৃত্যু

author img

By

Published : Feb 10, 2022, 9:34 AM IST

Updated : Feb 10, 2022, 10:45 AM IST

দৈনিক সংক্রমণ কখনও বাড়ছে, কখনও কমছে ৷ তাও লাখের নিচে নেমেছে (Corona Update in India) ৷

Corona Cases in India
করোনার দৈনিক সংক্রমণ

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি : স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 67 হাজার 84 জন ৷ যা আগের দিনের তুলনায় 5.5 শতাংশ কম ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 71 হাজার 365 জন (India reports 67084 fresh COVID Cases in last 24 Hours) ৷ এ পর্যন্ত দেশে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়াল 4 কোটি 24 লক্ষ 78 হাজার 60 ৷

দৈনিক করোনা সংক্রমণের হার (Daily positivity rate) 4.54% থেকে কমে আজ 4.44% ৷ প্রতিদিন যত সংখ্যক মানুষের করোনা পরীক্ষা হয়, তাদের মধ্যে যত জন করোনা সংক্রামিত হন, সেই হারকে করোনা সংক্রমণের হার বা পজিটিভিটি রেট ৷

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেবে গত 24 ঘণ্টায় করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছেন 1 হাজার 241 জন ৷ সামান্য বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ এর আগের দিন 1 হাজার 217 জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল ৷ দেশে এ নিয়ে মোট 5 লক্ষ 6 হাজার 520 জন করোনা সংক্রামিতের মৃত্যু হল ৷

Corona infection data in India
ভারতের করোনা সংক্রমণ

আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে সংক্রমণ হাজারের নিচে, মৃত্যু 28

সুস্থতার হার 96.70% থেকে বেড়ে 96.95 (Recovery Rate) হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 1 লক্ষ 67 হাজার 882 জন সুস্থ হয়েছেন ৷ এর আগের দিন 1 লক্ষ 72 হাজার 211 জন সুস্থ হয়েছিলেন ৷ মোট সুস্থ রোগীর সংখ্যা 4 কোটি 11 লক্ষ 80 হাজার 751 ৷

অ্যাকটিভ কেস (India's Active caseload) বা সক্রিয় রোগীর সংখ্যা 7 লক্ষ 90 হাজার 789, যা মোট সংক্রমণের 2.11% থেকে কমে 1.86% ৷

গত 24 ঘণ্টায় 15 লক্ষ 11 হাজার 321 সংখ্যক নমুনার করোনা পরীক্ষা (Tests Conducted) হয়েছে ৷ এ নিয়ে 74 কোটি 61 লক্ষ সংখ্যক পরীক্ষা হয়েছে ৷

সকালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশে মোট 171 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

Last Updated : Feb 10, 2022, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.