ETV Bharat / bharat

Coronavirus India: সামান্য কমল করোনা সংক্রমণ, দেশে একদিনে আক্রান্তের অর্ধেকই কেরালার

author img

By

Published : Jul 29, 2021, 10:51 AM IST

India reports 43,509 fresh covid 19 cases in the last 24 hours, marginally lower than yesterday
সামান্য কমল করোনা সংক্রমণ, দেশে একদিনে আক্রান্তের অর্ধেকই কেরালার

দেশে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে (Coronavirus India) আক্রান্ত হয়েছেন 43 হাজার 509 জন ৷ মৃত্যু হয়েছে 640 জনের ৷ গত 24 ঘণ্টায় কেরালায় আক্রান্ত হয়েছেন 22 হাজার 56 জন ৷

নয়াদিল্লি, 29 জুলাই : দেশে আজও 40 হাজারের উপরেই থাকল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ তবে গতকালের থেকে তা সামান্য কমেছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 43 হাজার 509 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 43 হাজার 654 জন ৷ তবে মৃতের সংখ্যা একই রয়েছে ৷ গতকালের মতোই আজও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 640 জনের ৷ একদিনে আক্রান্তের অর্ধেকই কেরালার ৷ গত 24 ঘণ্টায় কেরালায় করোনায় সংক্রমিত হয়েছেন 22 হাজার 56 জন ৷

গত মঙ্গলবার দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমে 30 হাজারের নিচে চলে যায় ৷ আক্রান্ত হন 29 হাজার 689 জন ৷ 132 দিন পর দেশে 30 হাজারের নিচে নামে দৈনিক সংক্রমণ ৷ তবে বুধবার এক লাফে তা বেড়ে ফের 40 হাজার ছাড়িয়ে যায় ৷ আক্রান্ত হন 43 হাজার 654 জন ৷ আজ সংক্রমণ তার থেকে সামান্যই কমেছে ৷ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 43 হাজার 509 জন ৷ এর ফলে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 3.15 কোটি ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 640 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 22 হাজার 662 জন ৷

আরও পড়ুন: কোভ্যাক্সিনের ঢালাও বন্টনেই টিকায় টান, দায় স্বীকার অতীনের

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 3 হাজার 840 জন ৷ মঙ্গলবার 124 দিন পর এই সংখ্যাটা 4 লাখের নিচে নেমেছিল ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 7 লাখ 1 হাজার 612 জন ৷ গত 24 ঘণ্টায় 38 হাজার 465 জন সেরে উঠেছেন ৷ সুস্থতার হার বর্তমানে 97.38 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় 43 লক্ষ 92 হাজার 697 জনের টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 45 কোটি 7 লক্ষ 6 হাজার 257টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: কোভ্যাক্সিন অমিল, কুপনে কোভিশিল্ড দিল কলকাতা পৌরনিগম

এ দিকে, কেরালায় সংক্রমণ কিছুতেই আটকানো যাচ্ছে না ৷ গত 24 ঘণ্টায় কেরালায় নতুন করে 22 হাজার 56 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তারপরেই রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে দৈনিক সংক্রমণ 6 হাজার 857 ৷ আগামী সেপ্টেম্বর মাস থেকেই শিশুদের করোনা টিকাকরণ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.