ETV Bharat / city

Kolkata Corporation : কোভ্যাক্সিনের ঢালাও বন্টনেই টিকায় টান, দায় স্বীকার অতীনের

author img

By

Published : Jul 29, 2021, 7:54 AM IST

সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতর কোভ্যাক্সিনের সংকটের বিষয়ে খতিয়ে দেখে, সেই পর্যালোচনায় উঠে এসেছে শুধুমাত্র জুলাই মাসে 50 হাজার মানুষকে কোভ্যাক্সিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে । ওই পর্যালোচনায় বলা হয়েছে, কলকাতা পৌরনিগম ঢালাও কোভ্যাক্সিনের প্রথম ডোজ় না দিলে দ্বিতীয় ডোজ় নিয়ে সমস্যা তৈরি হত না ।

s
s

কলকাতা, 29 জুলাই : কলকাতায় কোভ্যাক্সিন বন্টনের গাফিলতি হয়েছে ৷ দায় স্বীকার কলকাতা পৌরনিগমের প্রশাসন মণ্ডলীর স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষের । কোভ্যাক্সিনের ভুল বন্টনেই শহরে টিকাকরণে সংকট তৈরি হয়েছে । ঢালাও টিকাকরণ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে অতীন ঘোষকে । রাজ্য স্বাস্থ্য দফতর কলকাতা পৌরনিগমের কাছে জানতে চেয়েছে, কী কারণে ঢালাওভাবে কোভ্যাক্সিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে, যেখানে ভ্যাকসিনের যোগান কম রয়েছে ৷

কলকাতায় শুধু জুলাই মাসেই কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ়ের বকেয়া প্রাপকের সংখ্যা 6 লাখ 37 হাজার । সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতর কোভ্যাক্সিনের সংকটের বিষয়ে খতিয়ে দেখে, সেই পর্যালোচনায় উঠে এসেছে শুধুমাত্র জুলাই মাসে 50 হাজার মানুষকে কোভ্যাক্সিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে । ওই পর্যালোচনায় বলা হয়েছে, কলকাতা পৌরনিগম ঢালাও কোভ্যাক্সিনের প্রথম ডোজ় না দিলে দ্বিতীয় ডোজ় নিয়ে সমস্যা তৈরি হত না । এদিকে মঙ্গলবার থেকে ফের শহরে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ় দেওয়া শুরু হয়েছে ।

বুধবার কলকাতা পৌরনিগমের প্রশাসন মণ্ডলীর সদস্য তথা স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ স্বীকার করেন, "কোভ্যাক্সিন বন্টনে আমাদের ভুল হয়েছে । বন্টন প্রথম থেকেই নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল । আগামী দিনে যাতে এই ভুল না হয় সেই বিষয়ে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগ নজর রাখবে ।"

আরও পড়ুন: Vaccination of Kolkata Corporation : কোভ্যাক্সিন অমিল, কুপনে কোভিশিল্ড দিল কলকাতা পৌরনিগম

ভুল স্বীকার করেও তাঁর যুক্তি, "পর্যাপ্ত কোভিশিল্ড না থাকায় শহরে টিকাকরণ প্রায় বন্ধের মুখে পৌঁছে গিয়েছিল । ফলে টিকাকরণ চালু রাখতে বাধ্য হয়ে কোভ্যাক্সিন দেওয়া হচ্ছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.