ETV Bharat / city

Vaccination of Kolkata Corporation : কোভ্যাক্সিন অমিল, কুপনে কোভিশিল্ড দিল কলকাতা পৌরনিগম

author img

By

Published : Jul 24, 2021, 8:45 PM IST

Updated : Jul 24, 2021, 9:30 PM IST

এদিন কলকাতা শহরের টিকাকেন্দ্রগুলির বাইরে টিকার জন্য অপেক্ষা করতে দেখা যায় বহু মানুষকে । তবে কুপন ব্যবস্থা চালু হওয়ায় সুবিধা হয়েছে টিকা গ্রাহকদের । গতকালই পৌরনিগম ঘোষণা করেছিল, ভিড় সামাল দিতে টিকাকেন্দ্রগুলিতে কুপন ব্যবস্থা চালু হবে শনিবার থেকে । কথামতো আজ কুপন ব্যবস্থা চালু হয় ৷

s
s

কলকাতা, 24 জুলাই : শহরে আপাতত বন্ধ রয়েছে কোভ্যাক্সিনের টিকাকরণ । শুক্রবার কলকাতা পৌরনিগম জানিয়ে দিয়েছিল, রাজ্যের হাতে কোভ্যাক্সিন না থাকায় আপাতত ওই টিকা দেওয়া হবে না । তবে আজ সকাল থেকেই কলকাতা পৌরনিগমের 139টি স্বাস্থ্যকেন্দ্র ও 18টি মেগা সেন্টার থেকে কোভিশিল্ড দেওয়া হচ্ছে ।

এদিন কলকাতা শহরের টিকাকেন্দ্রগুলির বাইরে টিকার জন্য অপেক্ষা করতে দেখা যায় বহু মানুষকে । তবে কুপন ব্যবস্থা চালু হওয়ায় সুবিধা হয়েছে টিকা গ্রাহকদের । গতকালই পৌরনিগম ঘোষণা করেছিল, ভিড় সামাল দিতে টিকাকেন্দ্রগুলিতে কুপন ব্যবস্থা চালু হবে শনিবার থেকে । কথামতো আজ কুপন ব্যবস্থা চালু হয় ৷

ভবানীপুরের প্রাক্তন কাউন্সিলর অসীম বসু জানান, সকাল থেকেই মানুষ ভিড় করছেন ভ্যাকসিনের জন্য । কোভিশিল্ড দেওয়া হচ্ছে । প্রথমে টিকা প্রাপকদের নাম রেজিস্ট্রেশন করানো হচ্ছে । এর পরে তাঁদের সচিত্র পরিচয়পত্রের ফটোকপির ওপর টোকেন নম্বর লিখে দেওয়া হচ্ছে । এর মধ্যে কোভ্যাক্সিন এলে আগামী সোমবার থেকে তা দেওয়া হবে ।

আরও পড়ুন : Fake Vaccination : বেআইনি টিকাকরণ শিবির চালানোর অভিযোগ, ধৃত স্বাস্থ্য দফতরের কর্মচারী

টিকা নেওয়ার জন্য অপেক্ষা করতে হলেও অখুশি নন গ্রাহকরা ৷ তাদের বক্তব্য, জীবনদায়ী ওষুধের জন্য এটুকু অপেক্ষা করতেই হবে ৷

Last Updated : Jul 24, 2021, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.