ETV Bharat / bharat

Corona in India : গতকালের তুলনায় 5.7 শতাংশ কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, কমল মৃত্যুও

author img

By

Published : Aug 21, 2021, 10:14 AM IST

Corona
Corona

গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 34 হাজার 457 জন ৷ এই নিয়ে দেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 কোটি 23 লাখ 93 হাজার 286 । দৈনিক মৃত্যু 375 ।

নয়া দিল্লি, 21 অগস্ট : কখনও কম বা কখনও বেশি । লক্ষ্য করলে দেখা যাবে দেশের দৈনিক সংক্রমণের গ্রাফটা এখন অনেকটা এরকমই । কোনওদিন দুই হাজার বা তার বেশি কমছে আক্রান্তের সংখ্যা । কখনও আবার বাড়ছে । যেমন গতকালের তুলনায় আজ কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা । গতকাল আক্রান্ত হয়েছিল 36 হাজার 401 জন । আজ সেই সংখ্যাটা 34 হাজারে নেমে এসেছে । প্রায় 2 হাজার কম । এদিকে, দৈনিক মৃত্যুর সংখ্যাও অনেকটা কম ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 34 হাজার 457 জন ৷ এই নিয়ে দেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 কোটি 23 লাখ 93 হাজার 286 । অন্যদিকে, সক্রিয় আক্রান্তের সংখ্যা কমছে । আজ 151 দিনে দেশে সর্বনিম্ন সক্রিয় আক্রান্তের সংখ্যা । এখনও পর্যন্ত দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 61 হাজার 340 জন ।

আরও পড়ুন, Covid-19 Vaccine : সূঁচবিহীন জাইডাস ক্যাডিলার করোনা ভ্যাকসিন ব্যবহারের প্রস্তাব সরকারি প্যানেলের

কমেছে দৈনিক মৃতের সংখ্যাও । গত দুইদিন ধরে 500-র ঘরে থাকলেও আজ তা 300-র ঘরে নেমেছে । গত 24 ঘণ্টায় 375 জনের মৃত্যু হয়েছে । গতকাল সংখ্যাটা ছিল 540 ৷ আর বৃহস্পতিবার ছিল 530 । এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 4 লাখ 33 হাজার 964 । এদিকে, বাড়ছে সুস্থের সংখ্যা । দেশে মোট সুস্থ হয়ে উঠেছে 3 কোটি 15 লাখ 97 হাজার 982 ।

গত 24 ঘণ্টায় 36 লাখ 36 হাজার 43 জনকে টিকা দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত সারা দেশে মোট 57 কোটি 61 লাখ 17 হাজার 350টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.