ETV Bharat / bharat

Covid-19 Vaccine : সূঁচবিহীন জাইডাস ক্যাডিলার করোনা ভ্যাকসিন ব্যবহারের প্রস্তাব সরকারি প্যানেলের

author img

By

Published : Aug 20, 2021, 10:11 PM IST

Central Drug Standards Control Organization-panel-recommends-emergency-use-authorisation-to-zydus-cadilas-covid-vaccine
জাইডাস ক্যাডিলার করোনার ভ্যাকসিনকে জরুরি ক্ষেত্রে ব্যবহারের প্রস্তাব সরকারি প্যানেলের

জাইডাস ক্যাডিলার তৈরি করোনা তিন ডোজ়ের ভ্যাকসিন জাইকোভ-ডি ব্যবহারের প্রস্তাব দিল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশনের করোনা সংক্রান্ত সাবজেক্ট এক্সপার্ট কমিটি ৷

নয়াদিল্লি, 20 অগস্ট : জরুরি ক্ষেত্রে জাইডাস ক্যাডিলা (Zydus Cadila)-র তৈরি সূঁচবিহীন করোনার তিন ডোজ়ের ভ্যাকসিন জ়াইকোভ-ডি (ZyCoV-D) ব্যবহারের প্রস্তাব দিল ভারতের শীর্ষ ড্রাগ অথরিটি প্যানেল ৷ সূত্রের খবর, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশনের (Central Drug Standards Control Organization) করোনা সংক্রান্ত সাবজেক্ট এক্সপার্ট কমিটি বৃহস্পতিবার একটি বৈঠকে বসেছিল ৷ যেখানে গত 1 জুলাই জ়াইডাস ক্যাডিলার জমা দেওয়া আবেদনপত্র নিয়ে আলোচনা করেন প্যানেলের সদস্যরা ৷ সেখানেই জরুরি ক্ষেত্রে তিন ডোজ়ের এই ভ্যাকসিনকে ব্য়বহার করার প্রস্তাব দিয়েছে সাবজেক্ট এক্সপার্ট কমিটি ৷

সাবজেক্ট এক্সপার্ট কমিটি তাদের প্রস্তাবটি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছে ৷ আমেদাবাদের এই ওষুধ প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা জানিয়েছে, তাদের তৈরি করোনার ভ্যাকসিন জাইকোভ-ডি ভারতে সবচেয়ে বেশি সংখ্যায় ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে গেছে ৷ গোটা দেশে মোট 50টি সেন্টারে এই ভ্যাকসিনের ক্লিনিক্য়াল ট্রায়াল হয়েছে ৷ আর এই ভ্যাকসিনটি একবার ছাড়পত্র পেলে, তা করোনার বিরুদ্ধে বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন হিসেবে মান্যতা পাবে ৷ যা ভারতীয় কোনও সংস্থা তৈরি করেছে ৷

ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে সবুজ সংকেত এলে প্লাজ়মিড ডিএনএ দ্বারা তৈরি করোনার ভ্যাকসিন জাইকোভ-ডি ভারতে ছাড়পত্র পাওয়া ছয় নম্বর কোভিড ভ্যাকসিন হবে ৷ অন্যান্যগুলি হল, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক ভি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনার ভ্য়াকসিন ৷

আরও পড়ুন : ভারতের তৈরি কোভ্যাকসিন করোনার আলফা ও ডেলটা প্রজাতির উপর কার্যকর, জানালো এনআইএইচ

ক্যাডিলা হেলথকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর শারভিল প্যাটেলের বক্তব্য অনুযায়ী, এই ভ্যাকসিন ছাড়পত্র পেলে কেবলমাত্র প্রাপ্ত বয়স্কদের নয়, 12 থেকে 18 বছরের বাচ্চাদেরও এই ভ্যাকসিন দেওয়া যাবে ৷ আর এই ভ্য়াকসিন দেওয়ার জন্য কোনও ইজেকশনের ব্যবহার করতে হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.