ETV Bharat / bharat

Coronavirus India : 132 দিন পর 30 হাজারের নিচে দৈনিক সংক্রমণ

author img

By

Published : Jul 27, 2021, 9:52 AM IST

Updated : Jul 27, 2021, 10:59 AM IST

India reports 29,689 fresh COVID cases, 415 deaths in the last 24 hours
করোনায় কিছুটা স্বস্তি, দেশে অনেকটাই কমল সংক্রমণ

দেশে খানিকটা স্বস্তি দিল করোনা ভাইরাস (Coronavirus India) ৷ অনেকটাই কমেছে সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোভিড 19-এ আক্রান্ত হয়েছেন 29 হাজার 689 জন ৷ গত 24 ঘণ্টায় করোনার বলি হয়েছেন 415 জন ৷

নয়াদিল্লি, 27 জুলাই : কিছুটা স্বস্তি দিল করোনা ভাইরাস (Coronavirus India) ৷ দেশে অনেকটাই কমল সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন 29 হাজার 689 জন ৷ 132 দিন পর দেশে 30 হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ ৷ সোমবার এই সংখ্যাটাই ছিল 39 হাজার 361 জন ৷ সোমবারের থেকে মৃত্যুও আর বাড়েনি ৷ সোমবার করোনায় মারা গিয়েছিলেন 416 জন ৷ আর গত 24 ঘণ্টায় করোনার বলি হয়েছেন 415 জন ৷

পরপর দু দিন সংক্রমণ বৃদ্ধির পর সোমবার দেশে কিছুটা কমে করোনার সংক্রমণ ৷ তবে আজ বেশ খানিকটা কমেছে আক্রান্তের সংখ্যা ৷ আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 29 হাজার 689 জন ৷ মৃতের সংখ্যাও আর বাড়েনি ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 415 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 21 হাজার 382 জন ৷

আরও পড়ুন : ফের অনেকটা কমল সংক্রমণ, তবে মৃত্যু বেড়ে 12

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে 3 লাখ 98 হাজার 100 জন ৷ 124 দিন পর এই সংখ্যাটা 4 লাখের নিচে নামল ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 6 লাখ 21 হাজার 106 জন ৷ সুস্থতার হার বর্তমানে বেড়ে হয়েছে 97.39 শতাংশ ৷

গত 24 ঘণ্টায় 66 লক্ষ 3 হাজার 112 জনের টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 44 কোটি 19 লক্ষ 12 হাজার 395টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: দেশে সামান্য কমল করোনা সংক্রমণ, মৃত্যুও কমে চারশোর ঘরে

দৈনিক সংক্রমণ এখনও সর্বাধিক কেরালাতে ৷ সেখানে গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 11 হাজার 586 জন ৷ করোনায় মৃত্যু হয়েছে আরও 135 জনের ৷ মোট আক্রান্তের নিরিখে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র ৷ সেখানে নতুন করে আক্রান্তের সংখ্যা 5 হাজারের সামান্য কম ৷ ভাইরাসে প্রাণ গিয়েছে 53 জনের ৷ যদিও টিকার ঘাটতি নিয়ে এখনও জেরবার বিভিন্ন রাজ্য ৷ পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে মিলছে না টিকা ৷ যার ফলে প্রবল সঙ্কটে পড়েছেন মানুষজন ৷

Last Updated :Jul 27, 2021, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.