ETV Bharat / bharat

Corona Update in India : দেশের দৈনিক সংক্রমণ ছাড়াল আড়াই হাজার, দিল্লিতে হাজারের বেশি

author img

By

Published : Apr 24, 2022, 10:40 AM IST

Updated : Apr 25, 2022, 9:46 AM IST

Corona Cases in India
করোনার দৈনিক সংক্রমণ

বদলেছে দেশের করোনা পরিস্থিতি ৷ রাজধানীতে তো বটেই এমনকি দেশেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, না হলে 500 টাকা জরিমানা দিতে হবে (Corona Update in India) ৷

নয়াদিল্লি, 24 এপ্রিল : ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ ৷ দিল্লির করোনা পরিস্থিতি চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞমহলকে ৷ বাড়ছে দেশের সংক্রমণও ৷ শনিবার বিকেলে স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দিল্লিতে 24 ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 94 জন ৷ শুক্রবারে প্রকাশিত তথ্যে সংখ্যাটা ছিল 1 হাজার 42 ৷

এদিকে রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় সারাদেশে করোনা সংক্রামিত হয়েছেন 2 হাজার 593 জন ৷ শনিবার সকালের রিপোর্টে সংখ্যাটা ছিল 2 হাজার 527 (India reports 2593 new COVID19 cases in last 24 hours) ৷ দেশের সংক্রমণ আড়াই হাজার ছাড়িয়েছে ৷ এ নিয়ে দেশে মোট করোনা সংক্রামিত রোগী 4 কোটি 30 লক্ষ 57 হাজার 545 জন ৷

দিল্লির করোনা পরিস্থিতি :

এ পর্যন্ত দিল্লিতে করোনা সংক্রামিত হয়েছেন 18 লক্ষ 73 হাজার 793 জন ৷ এর আগে 10 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা হয়েছিল 1 হাজার 104 জন ৷ গতকালের রিপোর্টে জানানো হয়েছে দৈনিক করোনা সংক্রমণের হার (Delhi Daily positivity rate) 4.64 শতাংশ থেকে বেড়ে হয়েছে 4.82 শতাংশ ৷ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও হাসপাতালে ভর্তির খবর তেমন একটা মেলেনি ৷ তবে 24 ঘণ্টায় ফের 2 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে রাজ্যে 26 হাজার 166 জন করোনা আক্রান্ত মারা গেলেন ৷ দিল্লিতে মাস্ক পরা ফের বাধ্যতামূলক করা হয়েছে ৷

সারা দেশে গত 24 ঘণ্টায় 44 জন মারা গিয়েছেন, আগের দিন সংখ্যাটা ছিল 33 ৷ তাই মৃত্যু কিছুটা বাড়ল ৷ দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 22 হাজার 193 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷ দৈনিক করোনা সংক্রমণের হার (Daily positivity rate) 0.56 থেকে সামান্য বেড়েছে, 0.59 শতাংশ ৷

আরও পড়ুন : Corbevax For Children : 5-11 বছর বয়সিদের টিকাকরণে কর্বেভ্যাক্সকে অনুমোদন করল বিশেষজ্ঞ কমিটি

দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) 15 হাজার 873, যা মোট সংক্রমণের 0.04 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1 হাজার 755 জন, আগের দিন যা ছিল 1 হাজার 656 ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 25 লক্ষ 19 হাজার 479 জন করোনা থেকে সেরে উঠেছেন ৷ সুস্থতার হার একই রয়েছে, 98.75 শতাংশ ৷ দেশে 187 কোটি 67 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে ৷

Last Updated :Apr 25, 2022, 9:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.