ETV Bharat / bharat

Corona in India : 154 দিন পর সর্বনিম্ন সংক্রমণ দেশে, একদিনে আক্রান্ত 25 হাজার 166

author img

By

Published : Aug 17, 2021, 10:13 AM IST

Updated : Aug 17, 2021, 10:41 AM IST

একদিনে আক্রান্ত 25 হাজার 166
একদিনে আক্রান্ত 25 হাজার 166

146 দিনে সবথেকে কম সক্রিয় আক্রান্ত দেশে । এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্ত রয়েছে 3 লাখ 69 হাজার 846 জন । দেশে সুস্থতার হার 97.51 শতাংশ ।

নয়া দিল্লি, 17 অগস্ট : দেশে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ । 154 দিন পর সর্বনিম্ন আক্রান্ত হয়েছে দেশে । একদিনে আক্রান্ত হয়েছে 25 হাজার 166 জন । আগে 10 অগস্ট 30 হাজারের নিচে নেমেছিল সংক্রমণ । আক্রান্তের সংখ্যা ছিল 28 হাজার 204 জন ৷ সেখানে আজ 25 হাজারের ঘরে রয়েছে আক্রান্তের সংখ্যা । অন্যদিকে, গতকালের তুলনায় কিছুটা বেড়েছে মৃতের সংখ্যা । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 437 জন । গতকাল সংখ্যাটা ছিল 417 ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 25 হাজার 166 জন । এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 কোটি 22 লাখ 50 হাজার 679 । একদিনে মৃত্যু হয়েছে 437 জন । এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে 4 লাখ 32 হাজার 79 জনের । এদিকে, সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে । 146 দিনে সবথেকে কম সক্রিয় আক্রান্ত দেশে । এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্ত রয়েছে 3 লাখ 69 হাজার 846 জন । দেশে সুস্থতার হার 97.51 শতাংশ ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

দেশে মোট টিকাকরণ হয়েছে 55 কোটি 47 লাখ 30 হাজার 609 টি । 24 ঘণ্টায় মোট 88 লাখ 13 হাজার 919 জনকে টিকা দেওয়া হয়েছে ।

Last Updated :Aug 17, 2021, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.