ETV Bharat / bharat

UP cops turn filmmakers: প্রকৃত অপরাধের ঘটনা নিয়ে এবার ছবি বানাবে উত্তরপ্রদেশ পুলিশ

author img

By

Published : Oct 21, 2022, 8:12 PM IST

in-a-first-up-cops-working-on-making-films-based-on-real-hardcore-crime-stories
প্রকৃত অপরাধের ঘটনা নিয়ে এবার ছবি বানাবে উত্তরপ্রদেশ পুলিশ

উত্তরপ্রদেশের পুলিশ (UP cops turn filmmakers) সত্যিকারের অপরাধের গল্পের উপর ভিত্তি করে ফিল্ম তৈরি করছে (Gorakhpur police into film making)৷ এই ক্রাইম থ্রিলারগুলি জনসাধারণের দেখার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা হবে (UP real crime stories will be uploaded on YouTube)।

গোরক্ষপুর, 21 অক্টোবর: টেলিভিশন এবং অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে বড় অপরাধমূলক থ্রিলারের সম্প্রচার এখন আর নতুন কিছু নয় ৷ তবে এ বার একটি বাস্তব অপরাধের গল্পের উপর ভিত্তি করে চলচ্চিত্র তৈরি করবেন উত্তরপ্রদেশ পুলিশের সদস্যরা (Gorakhpur police into film making)।

উত্তরপ্রদেশের (UP cops turn filmmakers) অধিকাংশ হাড়হিম করা অপরাধের সত্যি ঘটনাগুলি নিয়ে ফিল্ম তৈরি করা হবে (UP real crime stories will be uploaded on YouTube)। এই সংক্ষিপ্ত তথ্যচিত্রগুলির পরে ইউ টিউবে আপলোড করা হবে, যাতে দর্শকরা অপরাধ জগতের জটিলতা, অপরাধমূলক আচরণ এবং মনোবিজ্ঞান ও পুলিশের জন্য মামলাগুলি নিষ্পত্তি করা কতটা কঠিন ছিল - এ সব বিষয়গুলি সম্পর্কে স্পষ্ট ধারণা পান ৷ কীভাবে অপরাধীরা তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে অপরাধের চক্রান্ত করে, সে বিষয়টিও বুঝতে পারবেন দর্শকরা ৷

গোরক্ষপুর জোনের এডিজি অখিল কুমারের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প । তিনি চলচ্চিত্র নির্মাণের প্রচেষ্টা করার জন্য প্রস্তুত । ছবি নির্মাণ ও পরিচালনার সঙ্গে যুক্ত থাকবেন এডিজি । ছবির স্ক্রিপ্ট গোরক্ষপুর অঞ্চলে ঘটে যাওয়া বড় অপরাধের ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হবে । সেই আসল অপরাধের গল্পগুলি ফিল্ম নির্মাণের জন্য বাছাই করা হবে, যা আগে গোরক্ষপুর এবং পার্শ্ববর্তী জেলার মানুষের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল ।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের জেলে করওয়া চৌথ পালনের অনুমতি মহিলা বন্দিদের

এই প্রকল্পের কথা বলতে গিয়ে, এডিজি অখিল কুমার বলেছেন, "গোরক্ষপুর পুলিশ একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে কঠোর অপরাধের তথ্যচিত্র তৈরি করবে । কীভাবে মামলাটির নিষ্পত্তি হয়েছিল এবং চাঞ্চল্যকর তথ্যচিত্র উঠে এসেছিল, তা স্ক্রিপ্টে প্রাধান্য পাবে । পুলিশ কর্মীরা তথ্যচিত্রে কাজ করার সুযোগ পাবেন । শর্ট ফিল্ম খুন, লুট, অনার কিলিং এবং আরও নানা অপরাধের ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হবে । এই প্রথম উত্তরপ্রদেশের গোরক্ষপুর পুলিশ এই উদ্যোগ নিচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.