I&B Ministry Twitter handle hacked : তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটার হ্যান্ডেলে হ্যাকার হানা

author img

By

Published : Jan 12, 2022, 11:35 AM IST

Updated : Jan 12, 2022, 12:26 PM IST

I&B Ministry Twitter handle hack

কিছুক্ষণের জন্য হ্যাকারদের দখলে চলে গিয়েছিল খোদ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটার হ্যান্ডেল (I & B Ministry Twitter handle hack) ৷

নয়াদিল্লি, 12 জানুয়ারি : হ্যাকিংয়ের শিকার খোদ তথ্য সম্প্রচার মন্ত্রকের টুইটার হ্যান্ডেল ৷ বুধবার সকালে দেশের এই মন্ত্রকের টুইটার হ্যান্ডেলের টাইমলাইনে কিছু পোস্ট দেখা যায়, যার মানে বোঝা যাচ্ছিল না ৷ এতেই সন্দেহ করা হয়েছিল, নিশ্চয় টুইটার হ্যান্ডেলটি হ্যাক করা হয়েছে (The official Twitter handle of the Ministry of Information and Broadcasting seems to have been hacked on Wednesday morning) ৷

সব পোস্টগুলিই টেসলা-কর্ণধার এলন মাস্ককে (Elon Musk) নিয়ে ৷ আধ ঘণ্টা পরেই সেগুলি অদৃশ্য হয়ে যায় ৷ পোস্টে যা লেখা ছিল, তার বাংলা অর্থ, "দারুণ কাজ করেছো ৷ নতুন বছরের ইভেন্ট ৷" এলন মাস্কের যাচাই করা হ্যান্ডেল (verified handle) থেকে ক্যালিফর্নিয়ায় সোলার ট্যাক্স নিয়ে সমালোচনা করে ফের টুইট করা হয় ৷

Elon Musk posts
টেসলা-কর্ণধার এলন মাস্কের পোস্ট

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটারে এলন মাস্ক টুইট করে লিখেছেন, "ক্যালিফর্নিয়া সরকারের পরিবেশ-বিরোধী অবাস্তব পদক্ষেপ ৷" অর্থাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের টুইটার হ্যান্ডেলটি হ্যাক করে এই কাণ্ড করেছে হ্যাকাররা ৷

আরও পড়ুন : PM Modi Twitter account hacked : প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক, তড়িঘড়ি ব্যবস্থা নিল টুইটার কর্তৃপক্ষ

এ নিয়ে অবশ্য মন্ত্রকের তরফে বিশদে কিছু বলা হয়নি ৷ তবে পোস্টগুলি মুছে ফেলা হয়েছে ৷ অ্যাকাউন্টটি পুনর্বহাল করা হয়েছে জানিয়ে আরেকটি টুইট করে তথ্য ও সম্প্রচার মন্ত্রক ৷

  • The account @Mib_india has been restored. This is for the information of all the followers.

    — Ministry of Information and Broadcasting (@MIB_India) January 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত মাসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেল সাময়িক হ্যাক করা হয়েছিল ৷ তাঁর টুইটার হ্যান্ডেলে "সরকার বিটকয়েনকে আইনি স্বীকৃতি দিয়েছে", এই পোস্ট দেখা গিয়েছিল ৷ পরে সেটি মুছে ফেলা হয় ৷

প্রধানমন্ত্রীর অফিসের পক্ষ থেকে জানানো হয়, টুইটার কর্তৃপক্ষকে জানানোর পর সঙ্গে সঙ্গে মোদির অ্যাকাউন্টটি সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা হয় ৷

Last Updated :Jan 12, 2022, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.