ETV Bharat / bharat

ফের বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম

author img

By

Published : Jan 13, 2021, 12:58 PM IST

Hike in petrol, diesel rates after global oil price jump
ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম

ফের বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম৷ 2021 সালে তৃতীয়বার দাম বাড়ল জ্বালানি তেলের৷ লিটার পিছু 25 পয়সা করে দাম বৃদ্ধি পেয়েছে৷ বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তেই বৃদ্ধি পেল পেট্রল-ডিজ়েলের দাম৷

দিল্লি, 13 জানুয়ারি : বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে পেট্রল ও ডিজ়েলের দাম বাড়ল ৷ বুধবার পেট্রল ও ডিজ়েলের দাম বৃদ্ধি পেয়েছে লিটারপিছু 25 পয়সা করে ৷ রাজধানী দিল্লিতে এদিন পেট্রলের দাম 84 টাকা 45 পয়সা ৷ 2018 সালে দিল্লিতে পেট্রলের দাম ছিল লিটারপিছু 84 টাকা ৷ সেই দাম গত সপ্তাহেই পার হয়ে গিয়েছে ৷ এবার দাম আরও বৃদ্ধি পেল ৷ আর ডিজ়েলের দাম 74 টাকা 63 পয়সা ৷ তবে বিভিন্ন রাজ্যে কর কাঠামোর ভিত্তিতে এই দাম একেক রকম হয়েছে ৷

গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার পরপর দু'দিন পেট্রল ও ডিজ়েলের দাম বৃদ্ধি পেয়েছিল ৷ তার পর কয়েকদিন আর দাম বাড়েনি ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত বছরের শেষের দিক থেকে চলতি বছরের শুরুতে প্রায় মাসখানেক পেট্রল-ডিজ়েলের দাম একই জায়গায় স্থির হয়েছিল৷ কিন্তু গত বুধবারই তা বৃদ্ধি পায়৷ তার পর বৃহস্পতিবার আবার দাম বাড়ে৷

আরও পড়ুন : প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ফ্রিডম 251 স্মার্টফোনের আবিষ্কর্তা

তার পর আবার বুধবার দাম বৃদ্ধির ঘটনা ঘটল৷ এর কারণ হিসেবে পেট্রোলিয়াম সংস্থাগুলি বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কথা বলছে৷ অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়ে ব্যারেল পিছু 57 মার্কিন ডলারের বেশি হয়ে গিয়েছে৷ পেট্রোলিয়াম সংস্থাগুলি জানিয়েছে যে এই দাম আবারও বৃদ্ধি পেতে পারে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.