ETV Bharat / bharat

হরিয়ানায় সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণা করল রাজ্য সরকার

author img

By

Published : May 2, 2021, 6:44 PM IST

হরিয়ানায় সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণা করল রাজ্য সরকার
হরিয়ানায় সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণা করল রাজ্য সরকার

গত শুক্রবার হরিয়ানা সরকার সপ্তাহ শেষের লকডাউন করেছিল ৷ মোট 9টি জেলায় ওই লকডাউন ঘোষণা করা হয় ৷ শুক্রবার রাত 10টায় ওই লকডাউন শুরু হয়েছে ৷ সোমবার ভোর 5 টায় ওই লকডাউন শেষ হওয়ার কথা ছিল ৷ এবার সেই সময়সীমাই বাড়ল ৷

চণ্ডীগড়, 2 মে : করোনার দ্বিতীয় সংক্রমণে লাগাম টানতে এক সপ্তাহের লকডাউন জারি করা হল হরিয়ানায় ৷ রবিবার এই ঘোষণা করেছেন হরিয়ানার স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ ৷ তিনি জানিয়েছেন, আগামিকাল কাল থেকে টানা সাতদিন এই লকডাউন চলবে ৷

হরিয়ানায় গতকাল 13 হাজার 588 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ মারা গিয়েছেন 125 জন ৷ এর ফলে এখনও পর্যন্ত ওই রাজ্যে করোনা সংক্রমণ পৌঁছল 5 লক্ষ 01 566-তে৷ মারা গিয়েছেন 4 হাজার 341 জন ৷

গত শুক্রবার হরিয়ানা সরকার সপ্তাহ শেষের লকডাউন করেছিল ৷ মোট 9টি জেলায় ওই লকডাউন ঘোষণা করা হয় ৷ সেই তালিকায় রয়েছে - গুরগাঁও, ফরিদাবাদ, পঞ্চকুলা, সোনিপত, রোহতক, কারনাল, হিসার, সিসরা এবং ফতেহাবাদ ৷ শুক্রবার রাত 10টায় ওই লকডাউন শুরু হয়েছে ৷ সোমবার ভোর 5 টায় ওই লকডাউন শেষ হওয়ার কথা ছিল ৷ এবার সেই সময়সীমাই বাড়ল ৷

আরও পড়ুন : ফের লকডাউন ? কী কী বন্ধ হল রাজ্যে...

শুধু হরিয়ানা নয় ভারতের অন্য কয়েকটি রাজ্যেও লকডাউন জারি করা হয়েছে ৷ কারণ, করোনার দ্বিতীয় সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ৷ পশ্চিমবঙ্গেও আংশিক লকডাউন হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.