ETV Bharat / bharat

Covid Vaccine : চলাফেরায় অক্ষম ও বিশেষভাবে সক্ষমদের জন্য ‘দুয়ারে ভ্যাকসিন’, ঘোষণা কেন্দ্রের

author img

By

Published : Sep 23, 2021, 10:36 PM IST

করোনার টিকাকরণ নিয়ে কেন্দ্রের বক্তব্য, দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে 66 শতাংশ টিকার একটি ডোজ নিয়ে নিয়েছেন ৷ আর 23 শতাংশ টিকার দু’টি ডোজ পেয়ে গিয়েছেন ৷ দেশের গ্রামীণ এলাকায় 63.7 শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন ৷ আর শহরে ভ্যাকসিন দেওয়া হয়েছে 35.4 শতাংশ ৷

government will vaccinate specially abled person through door to door campaign
Covid Vaccine : চলাফেরায় অক্ষম ও বিশেষভাবে সক্ষমদের জন্য ‘দুয়ারে ভ্যাকসিন’, ঘোষণা সরকারের

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর : এবার বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনের দেওয়ার ব্যবস্থা করতে চলেছে সরকার ৷ তবে এই পরিষেবা শুধু বিশেষভাবে সক্ষম ও যাঁরা চলাফেরা করতে পারেন না, তাঁদের জন্য চালু হতে চলেছে ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Corona Update India : একলাফে সংক্রমণ বেড়ে 31 হাজারে, কমেছে সুস্থ রোগীর সংখ্যাও

সেখানে উল্লেখ করা হয়েছে যে ভারত এখনও করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যবর্তী পর্যায়ে রয়েছে ৷ তবে সংক্রমণের সংখ্যা ক্রমশ কমছে ৷ সামগ্রিকভাবে সেটা স্বস্তির হলেও গত সপ্তাহে মোট সংক্রমণের 62.73 শতাংশ কেরালায় হয়েছে ৷ তাই এটা চিন্তার বলে জানিয়েছে কেন্দ্র ৷ উল্লেখ্য, কেরালায় এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক লক্ষেরও বেশি ৷

এছাড়া দেশের 33টি রাজ্যে করোনা সংক্রমণের হার 10 শতাংশ ৷ আর 23টি রাজ্যে 5 থেকে 10 শতাংশ সংক্রমণ হচ্ছে বলে সরকারি তরফে জানানো হয়েছে ৷ তবে সামনেই উৎসবের মরসুম আসছে ৷ তাই সতর্কতায় ঢিল দিলে চলবে না বলে সরকারের তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Corona in India : 186 দিনে সর্বনিম্ন সক্রিয় আক্রান্তের সংখ্যা, বাড়ল মৃত্যু

অন্যদিকে করোনার টিকাকরণ নিয়ে কেন্দ্রের বক্তব্য, দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে 66 শতাংশ টিকার একটি ডোজ নিয়ে নিয়েছেন ৷ আর 23 শতাংশ টিকার দু’টি ডোজ পেয়ে গিয়েছেন ৷ দেশের গ্রামীণ এলাকায় 63.7 শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন ৷ আর শহরে ভ্যাকসিন দেওয়া হয়েছে 35.4 শতাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.