ETV Bharat / bharat

Corona in India : 186 দিনে সর্বনিম্ন সক্রিয় আক্রান্তের সংখ্যা, বাড়ল মৃত্যু

author img

By

Published : Sep 22, 2021, 10:01 AM IST

গত 24 ঘণ্টায় সুস্থের সংখ্যা কিছুটা কমেছে ৷ সুস্থ হয়েছে 34 হাজার 167 ৷ গতকাল সংখ্যাটা ছিল 34 হাজার 469 ৷ মোট সুস্থ করোনার রোগী সংখ্যা 3 কোটি 27 লাখ 83 হাজার 741 ৷ দেশে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 1 হাজার 989 ৷ যা 186 দিনে দেশে সর্বনিম্ন ৷

করোনা আপডেট
করোনা আপডেট

নয়া দিল্লি, 22 সেপ্টেম্বর : সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ ৷ তবে আজও 26 হাজারের ঘরেই রয়েছে সংক্রমিতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 26 হাজার 964 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 26 হাজার 115 ৷ মৃতের সংখ্যাও বেড়েছে ৷ গতকাল 252 জনের মৃত্যু হয়েছিল ৷ আজকের সংখ্যাটা 383 ৷ এদিকে, সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে ৷ যা 186 দিনে সর্বনিম্ন বলা হচ্ছে ৷

প্রায় এক মাসের বেশি সময় ধরে দেশে করোনার গ্রাফ ওঠা-নামা করছে ৷ অর্থাৎ কোনও দিন কম, কোনও দিন বেশি ৷ গত সপ্তাহে 26-27 হাজারে নেমে এসেছিল সংক্রমণ ৷ ফের টানা পাঁচদিন ধরে 30 হাজারের উপরে ছিল আক্রান্তের সংখ্যা ৷ তবে মঙ্গলবার ফের তা 26 হাজারে নেমে এসেছে ৷ আজ 26 হাজারের ঘরে থাকলেও গতকালের তুলনায় তা কিছুটা বেড়েছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, দেশে মোট আক্রান্ত হয়েছে 3 কোটি 35 লাখ 31 হাজার 498 ৷ মোট মৃত্যু হয়েছে 4 লাখ 45 হাজার 768 জনের ৷

গত 24 ঘণ্টায় সুস্থের সংখ্যা কিছুটা কমেছে ৷ সুস্থ হয়েছে 34 হাজার 167 ৷ গতকাল সংখ্যাটা ছিল 34 হাজার 469 ৷ মোট সুস্থ করোনার রোগী সংখ্যা 3 কোটি 27 লাখ 83 হাজার 741 ৷ দেশে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 1 হাজার 989 ৷ যা 186 দিনে দেশে সর্বনিম্ন ৷

আরও পড়ুন, West Bengal Corona Update : রাজ্যে সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃতের সংখ্যাও

গত 24 ঘণ্টায় কেরালায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় কেরালায় 15 হাজার 768 জন নতুন করে আক্রান্ত হয়েছে ৷ মৃত্যু হয়েছে 214 জনের ৷ দেশে মোট টিকাকরণ হয়েছে 82 কোটি 65 লাখ 15 হাজার 754 জনের টিকাকরণ হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.