PMs New Maybach Car : প্রধানমন্ত্রীর গাড়ির দাম নিয়ে খবর সঠিক নয়, দাবি কেন্দ্রীয় সূত্রের

author img

By

Published : Dec 29, 2021, 3:31 PM IST

government sources claims price of pm nanrendra modi new car is not true

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) জন্য 12 কোটি টাকার দু’টি গাড়ি কেনার খবর ঠিক নয় ৷ এমনই দাবি কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের ৷ ওই সূত্রের দাবি, গাড়ি কেনা হচ্ছে ৷ কী গাড়ি, তা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে এসপিজি ৷

নয়াদিল্লি, 29 ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সুরক্ষায় দু’টি গাড়ি কিনতে চলেছে ভারত সরকার ৷ প্রতিটি গাড়ির দাম 12 কোটি টাকা করে ৷ মঙ্গলবার এই খবর ছড়িয়ে পড়েছিল সংবাদমাধ্যমে ৷ কিন্তু প্রধানমন্ত্রীর গাড়ি নিয়ে যে তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় (government sources claims price of pm narendra modi new car is not true) ৷ কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে এমনই জানা গিয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই ৷

যেহেতু পুরো বিষয়টির সঙ্গে প্রধানমন্ত্রীর সুরক্ষার বিষয়টি জড়িয়ে আছে, তাই সরকারি ওই সূত্র এই নিয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশে অস্বীকার করেছে ৷ তবে জানিয়েছে, প্রধানমন্ত্রীর জন্য মার্সিডিজের মেব্যাক এস 650 গাড়ি কেনা হচ্ছে (PMs New Maybach Car) ৷ তবে তার দাম 12 কোটি নয় ৷ ওই রেঞ্জের গাড়ির যা দাম হয়, সেই ক্রমতালিকায় এই গাড়িটির দাম তৃতীয় স্থানে রয়েছে ৷

ওই সূত্রের দাবি, যে সমস্ত ভিভিআইপিকে এসপিজি সুরক্ষা দেয়, তাঁদের নিরাপত্তার বিষয়টিও তারাই দেখে ৷ এক্ষেত্রে সিদ্ধান্ত এসপিজির তরফেই নেওয়া হয়েছে ৷ তাছাড়া এসপিজি সাধারণত ছ’বছর অন্তর গাড়ি বদল করায় ৷ আর মোদি এখন যে গাড়িটি ব্যবহার করেন, সেটি গত আট বছর ধরে চলছে ৷ তাই গাড়ি বদলের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এসপিজি ৷

একই সঙ্গে ওই সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর জন্য বিশেষ কোনও গাড়ি আসছে ৷ এখন যে গাড়িটি ব্যবহার করা হয়, সেটা আর সংশ্লিষ্ট সংস্থা তৈরি করে না ৷ তাই নতুন সংস্থার এই গাড়িটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : PM Modi on Startup Hub : পড়ুয়াদের জন্যই স্টার্ট আপ বিশ্বে ভারত দ্বিতীয় স্থানে, দাবি প্রধানমন্ত্রীর

ওই সূত্রের দাবি, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধি যখন এসপিজি সুরক্ষা পেতেন, তখন তিনি একটি রেঞ্জ রোভার ব্যবহার করতেন ৷ ওই গাড়িটি আসলে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্য নেওয়া হয়েছিল ৷ কিন্তু নিরাপত্তার প্রয়োজন ছিল বলেই সোনিয়ার জন্য ওই গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নেয় এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.