ETV Bharat / bharat

UP Gender Change: ছোট থেকেই চান পুরুষ হতে, যোগীরাজ্যে লিঙ্গ বদলের অনুমতি চাইলেন মহিলা কনস্টেবল

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 7:36 AM IST

Updated : Sep 24, 2023, 8:27 AM IST

ETV Bharat
উত্তরপ্রদেশে মহিলা কনস্টেবল লিঙ্গ পরিবর্তনের অনুমতি চেয়ে ডিজিপির কাছে চিঠি দিলেন

শৈশব থেকেই নিজের লিঙ্গ পরিচয় মেনে নিতে পারেননি মহিলা কনস্টেবল ৷ এবার তিনি পুরুষ হয়ে বাঁচার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তাই লিঙ্গ পরিবর্তনের জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচারের অনুমতি চেয়ে চিঠি লিখলেন রাজ্য পুলিশের ডিজিকে ৷

গোরক্ষপুর, 24 সেপ্টেম্বর: লিঙ্গ পরিবর্তন করতে চান এক মহিলা কনস্টেবল ৷ এর জন্য তাঁকে কয়েকটি অস্ত্রোপচার করতে হবে ৷ এই মর্মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চেয়ে চিঠি লিখলেন মহিলা কনস্টেবল ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ৷ সরকারি সূত্রে খবর, ওই মহিলা কনস্টেবল অযোধ্যার বাসিন্দা ৷ তিনি এখন গোরক্ষপুরের লোকাল ইনটেলিজেন্স ইউনিটের শাখা অফিসে কর্মরত ৷ লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হতে চান ৷ এ বিষয়ে দিল্লিতে চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন ওই মহিলা কনস্টেবল ৷ এবার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজিপিকে সেই কথা জানিয়ে চিঠি লিখেছেন মহিলা কনস্টেবল ৷

2019 সালে উত্তরপ্রদেশ পুলিশে যোগ দেন মহিলা ৷ উচ্চাধিকারিককে দেওয়া চিঠিতে তিনি খোলাখুলি জানিয়েছেন, মহিলাদের তুলনায় পুরুষদের ব্যক্তিত্ব তাঁকে অনেক বেশি আকর্ষণ করে ৷ আর তাই তিনি বাকি জীবনটা একজন পুরুষ হয়েই কাটাতে চান ৷ কর্মসূত্রেও তাঁকে পুরুষদের মতোই পোশাক পরে যেতে হয় ৷ সেদিক থেকেও অস্ত্রোপচার করলে ভালো হবে।

মহিলা আরও জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি 'জেন্ডার ডিসফোরিয়া'য় ভুগছেন ৷ অর্থাৎ তিনি নিজের লিঙ্গপরিচয় মেনে নিতে পারেন না ৷ আর এই পুলিশের চাকরিতে যোগ দিয়ে পুরুষ হওয়ার ইচ্ছা আরও বেড়েছে ৷ তিনি বুঝেছেন, লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করে ফেলতেই হবে ৷ এ নিয়ে চিকিৎসকদের কাছ থেকে পরামর্শও নিয়েছেন ৷ এবার দফতরের অনুমতিটুকু প্রয়োজন তাঁর ৷

চিঠি পেয়ে ডিজিপির অফিস থেকে গোরক্ষপুর পুলিশকে ওই মহিলা কনস্টেবলের প্রয়োজনীয় কাউন্সেলিং করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তাঁর মানসিক অবস্থা কী ? কেনই বা তিনি এমন সিদ্ধান্ত নিলেন ? সে সব জানা দরকার বলে মনে করেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। তবে সংশ্লিষ্ট কার্যালয় থেকে কেউ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷ মহিলা কনস্টেবল জানিয়েছেন, ডিজিপির অফিস থেকে তাঁকে এ নিয়ে ফোন করা হয়েছিল ৷ তিনি তাঁর লিঙ্গ পরিবর্তনের কথাই ফের জানিয়েছেন ৷ তবে লখনউয়ের সদর কার্যালয় থেকে এখনও কিছু জাননো হয়নি ৷

অনুমতি না পেলে কী করবেন? উত্তরে মহিলা কনস্টেবল বলেন, " অনুমতি না পেলে হাইকোর্টের দ্বারস্থ হব ৷ আমি মেয়ে হয়ে জন্মেছি ৷ কিন্তু নিজেকে কোনওদিনই এভাবে গ্রহণ করতে পারিনি ৷ মেয়েরা যে খেলাগুলি পছন্দ করে, আমি কোনওদিন তাতে অংশ নিইনি ৷ বরং ছেলেদের পছন্দের খেলাগুলিই খেলেছি ৷ আদালত লিঙ্গ পরিবর্তনের জন্য সাংবিধানিক অধিকারের কথা বলেছে ৷" উল্লেখ্য, যোগীরাজ্যের অন্য জেলা থেকেও ডিজিপির কার্যালয়ে এরকম একাধিক আবেদনপত্র জমা পড়েছে ৷

আরও পড়ুন: নির্দিষ্ট কোটায় সংরক্ষণের সুবিধা পেতে পারে তৃতীয় লিঙ্গের মানুষ, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Last Updated :Sep 24, 2023, 8:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.