Ashwini Vaishnaw : জনৈক রেলযাত্রীর টুইট পেয়ে আহত শিশুর চিকিৎসার ব্যবস্থা করলেন রেলমন্ত্রী, কুর্নিশ নেটিজেনদের

author img

By

Published : May 11, 2022, 9:15 PM IST

Ashwini Vaishnaw

জনৈক রেলযাত্রীর টুইট পেয়ে রেলে সফররত আহত শিশুর চিকিৎসার বন্দোবস্ত করলেন রেলমন্ত্রীর অশ্বিনী বৈষ্ণো (getting passengers tweet Rail Minister Ashwini Vaishnaw arranges medical treatment for child) ৷

জলপাইগুড়ি, 11 মে : রেলের কামরায় এক শিশু অনর্গল কেঁদেই চলেছিল সামনে ৷ খোঁজ নিয়ে জানা গেল চলন্ত ট্রেনে জানালার বাইরে হাত গিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম সে ৷ চলন্ত ট্রেনে কীভাবে শিশুর চিকিৎসা হবে, দিশাহীন পরিবার ৷ মুশকিল আসান হলেন এক সহযাত্রী ৷ শিশুর উপযুক্ত চিকিৎসা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর ৷ বিফলে যায়নি প্রচেষ্টা ৷ রেলমন্ত্রীর নির্দেশে মাঝপথেই চিকিৎসা পরিষেবা পেল রেলে সফররত আহত শিশু (Getting passenger's tweet Rail Minister Ashwini Vaishnaw arranges medical treatment for child) ৷ যার উদ্যোগে এতসব সম্ভব হল, সেই নব্যেন্দু মৌলিক রেলকে ধন্যবাদ জানিয়ে লিখলেন দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা নিয়ে সমালোচনা হয় বটে, কিন্তু তা গঠনমূলক হোক ৷

বুধবার ঘটনাটি ঘটে কলকাতাগামী হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেসে ৷ ফেসবুক পোস্টে ঘটনার বিবরণ দিয়ে সমাজসেবী নব্যেন্দু মৌলিক যা লেখেন, তাতে তাঁর সহযাত্রী শিশুটির পরিবার ততটা সড়গড় নয় ৷ একইসঙ্গে ট্রেনের মধ্যে নেটওয়ার্কের জটিলতায় হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না কোনওভাবেই ৷ শিশুটির চিকিৎসা জন্য তাই উপায়ান্তর না-দেখে রেলমন্ত্রীকে টুইটে বিষয়টি সম্পর্কে জ্ঞাত করেন তিনি ৷ নব্যেন্দুবাবু জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই শিশুটির চিকিৎসায় উদ্যোগী হন রেলমন্ত্রী ৷ হাওড়া ডিভিশনের ডিআরএম-কে বিষয়টি জানান অশ্বিনী বৈষ্ণো । বোলপুর শান্তিনিকেতন স্টেশনে শিশুটির চিকিৎসার বন্দোবস্ত করা হয় ৷

আরও পড়ুন : 2 সপ্তাহ ধরে বাতিল 80টি ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

রেলওয়ে সেবা থেকে তাঁর অনুরোধ গুরুত্বসহকারে দেখার জন্য রেলমন্ত্রীকে পালটা টুইট করে ধন্যবাদ জ্ঞাপন করেন নব্যেন্দু ৷ প্রাথমিক চিকিৎসা পরিষেবা পাওয়া শিশুকে নিয়ে নির্বিঘ্নে কলকাতার উদ্দেশে রওনা দেয় পরিবার ৷ নব্যেন্দুবাবু সোশ্যাল মিডিয়ায় লেখেন, "ভারতীয় পরিষেবা ক্ষেত্রের সমালোচনা আমরা করি। গঠনমূলক সমালোচনা অবশ্যই কাম্য। কিন্তু ভাল কাজকে ভাল অবশ্যই বলতে হবে। ধন্যবাদ ভারতীয় রেল। ধন্যবাদ মাননীয় রেলমন্ত্রী।" ঘটনায় ভারতীয় রেলকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.