ETV Bharat / bharat

Siwan Hooch Death: বিহার বিষমদ পান করে 4 জনের মৃত্যু, গ্রেফতার 10

author img

By

Published : Jan 23, 2023, 1:31 PM IST

বিহারের সিওয়ানে বিষমদ পান করে 4 জনের মৃত্যু (Siwan Hooch Death) ৷ ঘটনায় পুলিশ 10 জনকে গ্রেফতার করেছে ৷ হাসপাতালে ভরতি বেশ কয়েকজন ৷ ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসন তদন্ত শুরু করেছে ৷

Siwan Hooch Death ETV BHARAT
Siwan Hooch Death

সিওয়ান (বিহার), 23 জানুয়ারি: বিহারের নবীগঞ্জের বালা গ্রামে বিষমদ খেয়ে 4 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ (Four Die Due to Poisonous Liquor Consumption in Bihar) ৷ ঘটনায় আরও অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি ৷ এই ঘটনায় পুলিশ 10 জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে, রবিবার সকলে স্থানীয় একটি দেশি মদের ঠেকে গিয়েছিলেন ৷ সেখানেই মদ্যপান করেন ৷ রাতে সকলের পেট ব্যাথা শুরু হয় ৷ এর পরেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷

বালা গ্রামের বাসিন্দা লক্ষ্মণ প্রসাদের দুই ছেলে জনক এবং নরেশের রাতে পেটে ব্যাথা শুরু হয় ৷ এমনকী তাঁদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় ৷ যন্ত্রণা বাড়তে থাকায় জনক এবং লক্ষ্মণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, হাসপাতালে তাঁদের দু’জনেরই মৃত্যু হয় ৷ ওই হাসপাতালেই আরও 2 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মৃত্যুর ক্ষেত্রেও একইরকম উপসর্গ ধরা পড়েছে ৷ জানা গিয়েছে, ওই দু’জনও দেশি মদের ঠেকে গিয়ে মদ্যপান করেছিলেন ৷ যার পরেই বিষমদ পান করে মৃত্যুর অভিযোগ উঠেছে ৷ ওই মৃত দুই ব্যক্তির নাম রমেশ রাওয়াত এবং সুরেন্দ্র মাঞ্ঝি ৷

বিষাক্ত মদের প্রমাণ মেলেনি

মদ্যপানের ফলে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছান প্রশাসনিক কর্তারা ৷ পিজিআরও অভিষেক কুমার চন্দন, নবীগঞ্জ থানার পুলিশ এবং হাসপাতালের আধিকারিকরা রাতেই সেখান যান ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে, মৃত্যুর কারণ বিষমদ কিনা, তা এখনও জানা যায়নি ৷ এই ঘটনায়, এখনও পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে ৷

আরও পড়ুন: মদ খেলে মরবে, কোনও আর্থিক সাহায্য নয়; বিষমদ-কাণ্ডে মন্তব্য নীতীশের

যদিও, সিওয়ান জেলা পরিষদের সদস্য রমেশ কুমার বলেছেন, "কয়েকজন লোক বিষাক্ত মদ পান করেছিলেন ৷ বিষাক্ত মদ খেয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে ৷" এটাই প্রথম নয় ৷ এর আগে বিহারের ছাপরা জেলায় 75 জনের মৃত্যু হয়েছিল বিষমদ পান করার ফলে ৷ মূলত, বিহারের মাশরাক, মাধৌরা, ইসুয়াপুর এবং আমনৌর ব্লকে 75 জনের মৃত্যু হয়েছিল ৷ যে ঘটনায় এখনও পুলিশের তদন্ত জারি রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.