ETV Bharat / bharat

অযোধ্য়া: বৃক্ষরোপনের পর স্থাপিত ভিত্তিপ্রস্তর

author img

By

Published : Jan 26, 2021, 5:14 PM IST

অযোধ্য়ায় স্থাপিত হল মসজিদের ভিত্তিপ্রস্তর৷ মঙ্গলবার ধন্নিগ্রামের প্রকল্প এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইআইসিএফের সদস্য়রা৷ তার আগে প্রকল্প এলাকাতেই শুরু হয় সবুজায়নের কাজ৷ বৃক্ষরোপন করেন আইআইসিএফের সদস্যরা৷

Foundation stone for Ayodhya mosque laid in Dhannipur village
এভাবেই সাজানো হবে অযোধ্য়ার নতুন মসজিদ চত্বর

অযোধ্য়া, 26 জানুয়ারি: অযোধ্য়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগেই শুরু হল সবুজায়নের কাজ৷ মঙ্গলবার প্রস্তাবিত প্রকল্প এলাকায় বৃক্ষরোপন করলেন ইন্দো গাল্ফ ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের (আইআইসিএফ) সদস্য়রা৷ এদিনই অযোধ্য়ার ধন্নিপুর গ্রামে স্থাপিত হল নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর৷

আইআইসিএফের তরফে জানানো হয়েছে, নতুন মসজিদটি 1857 সালের মহাবিদ্রোহের অন্য়তম নেতা আহমেদউল্লা শাহের স্মৃতিতে উৎসর্গ করা হবে৷ ব্রিটিশ সাম্রাজ্য়ের বিরুদ্ধে ভারতের প্রথম যুদ্ধে আহমেদউল্লার অবদান অনস্বীকার্য৷ অওয়ধ অঞ্চলে কার্যত বিপ্লবীদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি৷

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইআইসিএফের সম্পাদক আতর হুসেন জানান, আহমেদউল্লার সম্মানে প্রস্তাবিত মসজিদের একটি অংশের নামকরণ করতে চান তাঁরা৷ কারণ, অযোধ্য়ার স্বাধীনতা যুদ্ধে আহমেদউল্লার ভূমিকা অবিস্মরণীয়৷

এই প্রসঙ্গে হুসেন বলেন, ‘‘মসজিদের নির্মাণ নিয়ে স্থানীয়রা খুব খুশি৷ গ্রামে এমন একটা বিশাল আকারের মসজিদ তৈরির কাজ শুরু হওয়ায় সবথেকে বেশি খুশি হয়েছেন স্থানীয় ইসলাম ধর্মীবলম্বীরা৷ আগামী দিনে মসজিদ চত্বরেই বিরাট হাসপাতাল তৈরি হবে৷ সেখানে বহু মানুষ চিকিৎসার সুযোগ পাবেন৷’’

আরও পড়ুন: সংবিধানের মূল প্রতিলিপি এখনও প্রদর্শিত হয় গোয়ালিয়রের কেন্দ্রীয় গ্রন্থাগারে

প্রসঙ্গত, অযোধ্য়ার নতুন মসজিদ চত্বরে 200 শয্য়ার সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেখানে থাকবে একটি প্রকাশনা সংস্থা, কমিউনিটি কিচেন, একটি গ্রন্থাগার এবং একটি ইন্দো-ইসলামিক গবেষণা কেন্দ্র৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.