ETV Bharat / bharat

Odisha Ex-CM Quits BJP: বিজেপি ছাড়লেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী গিরিধর গোমাং, সঙ্গী ছেলেও

author img

By

Published : Jan 26, 2023, 12:39 PM IST

Updated : Jan 26, 2023, 2:21 PM IST

রাজ্যে গেরুয়া শিবির তাঁকে যথেষ্ট গুরুত্ব দেয়নি ৷ উলটে হেনস্থা করেছে ৷ এই অভিযোগে ওড়িশায় বিজেপির সঙ্গ ছাড়লেন গিরিধর গোমাং এবং তাঁর ছেলে শিশির (Ex-CM of Odisha Giridhar Gamang resigned from the saffron party stating humiliation) ৷

BJP in Odisha
বিজেপি

ভুবনেশ্বর, 26 জানুয়ারি: বিজেপি ছাড়লেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী গিরিধর গোমাং এবং তাঁর ছেলে শিশির ৷ গেরুয়া শিবিরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে বাবা-ছেলে দল পদ্মশিবির ছেড়েছেন ৷ গিরিধর গোমাং কোরাপুট কেন্দ্র থেকে ন'বারের লোকসভা সাংসদ হয়েছেন ৷ কানাঘুষো শোনা যাচ্ছে, তাঁরা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতিতে যোগ দিতে পারেন ৷ তবে যোগ দেওয়ার তারিখ এখনও স্পষ্ট জানা যায়নি ৷

সাংবাদিকদের তিনি বলেন, "আমি অপমান সহ্য করতে পারি, হেনস্থা নয় ৷ তাছাড়া দলে আমায় গুরুত্ব দেওয়া হয়নি ৷" তিনি আরও জানান, অনেক দুঃখের সঙ্গে তিনি এই দল ছাড়ছেন ৷ তবে প্রবীণ আদিবাসী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি তাঁদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ৷ ছেলে শিশির পদ্ম শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেন, তাঁর বাবাকে রাজ্য বিজেপি যথাযথ গুরুত্ব দেয়নি ৷

আরও পড়ুন: খাম্মামে ভারত রাষ্ট্র সমিতির জনসভা, আমন্ত্রিত কেজরিওয়াল-অখিলেশ-বিজয়ন-মান-রাজা

বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে (BJP national president JP Nadda) চিঠি দিয়ে তাঁর ইস্তফা দেওয়ার সিদ্ধান্তটি জানান বর্ষীয়ান নেতা গিরিধর গোমাং ৷ বিজেপিতে থেকে তিনি ওড়িশার মানুষের প্রতি তাঁর রাজনৈতিক, সামাজিক এবং নৈতিক কর্তব্যগুলি পালন করতে পারছেন না ৷ ইতিমধ্যে, শিশিরও দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন ৷ তিনি আক্ষেপ করেছেন, রাজ্যের আদিবাসী সম্প্রদায় এবং তরুণদের উন্নয়নে খুব কিছু করে উঠতে পারছেন না ৷ রবিবার ভুবনেশ্বরে বিজেপির কার্যকরী সমিতির বৈঠকে উপস্থিত ছিলেন না গিরিধর গোমাং ও তাঁর ছেলে ৷

রাজ্য বিজেপি সভাপতি সমীর মোহান্তি এ প্রসঙ্গে বলেন, "তিনি (গিরিধর গোমাং) একজন সম্মানীয় রাজনৈতিক নেতা ৷ তাঁকে দলে কখনও হেনস্থা, অপমান করা হয়নি ৷ তিনি একদিকে রাজ্যের কার্যকরী কমিটির সদস্য ছিলেন ৷ অন্যদিকে, দলের উচ্চস্তরীয় কোর কমিটিতেও (highest core committee) তাঁকে রাখা হয়েছিল ৷ পদমপুর উপনির্বাচনের সময় তিনি যথেষ্ট প্রচার করেছেন ৷ যাই হোক, তিনি কোন দলে থাকবেন, না থাকবেন, সেই সিদ্ধান্ত তাঁর নিজের ৷" তবে তাঁর ইস্তফা দলকে কোনও ভাবে প্রভাবিত করবে না বলে জানিয়েছেন মোহান্তি ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে ওড়িশায় ভারতীয় রাষ্ট্র সমিতির সভাপতি হতে পারেন গিরিধর গোমাং ৷ তিনি 13 জানুয়ারি কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করেন ৷

আরও পড়ুন: দিল্লি আবগারি দুর্নীতি, রবিবার সকালে কেসিআর-কন্যার বাড়িতে সিবিআই

Last Updated : Jan 26, 2023, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.