ETV Bharat / bharat

N Chandrababu Naidu tests Covid : করোনা আক্রান্ত চন্দ্রবাবু নাইডু, বাড়িতেই নিভৃতবাসে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

author img

By

Published : Jan 18, 2022, 12:00 PM IST

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু করোনা সংক্রামিত ৷ নিজেই জানিয়েছেন এই খবর (N Chandrababu Naidu tests Covid) ৷

N Chandrababu Naidu Corona infected
তেলেগু দেশম পার্টির নেতা এন চন্দ্রবাবু নাইডু

অন্ধ্রপ্রদেশ, 18 জানুয়ারি : করোনা সংক্রামিত হলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ মঙ্গলবার নিজে টুইট করে এ কথা জানান তিনি (Former CM and current Leader of Opposition in Andhra Pradesh, N Chandrababu Naidu tested Covid positive) ৷

টুইটে তিনি লিখেছেন, "আমার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে ৷ সামান্য কিছু লক্ষণ রয়েছে ৷ আমি বাড়িতে কোয়ারান্টিনে রয়েছি ৷ প্রয়োজনীয় সব সতর্কতা নিয়েছি ৷" এ ক'দিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের বিরোধী দলনেতা এন চন্দ্রবাবু ৷ তিনি জানান, যাঁরা আমার কাছে এসেছিলেন, তাঁদের যত দ্রুত সম্ভব করোনা পরীক্ষা করার অনুরোধ জানাব ৷ সবাই সাবধানে থাকুন এবং যত্ন নিন, জানিয়েছেন এন চন্দ্রবাবু ৷

  • I've tested positive for COVID with mild symptoms. I have quarantined myself at home and taking all the necessary precautions.

    I would request those who came in contact with me to get themselves tested at the earliest. Please be safe and take care.

    — N Chandrababu Naidu (@ncbn) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Lata Mangeshkar Health Update : এখনও আইসিইউ-তে সুরসম্রাজ্ঞী, সেরে উঠতে লাগবে সময়

তেলুগু দেশম পার্টির (Telugu Desam Party) নেতা এন চন্দ্রবাবু নাইডু 2014-19 পর্যন্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ এখন তিনি রাজ্যের বিরোধী দলনেতা ৷ অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা আলাদা হওয়ার পর তিনিই প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.