ETV Bharat / bharat

Fire in Udyan Express: বেঙ্গালুরু স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিন-বগিতে ভয়াবহ আগুন

author img

By

Published : Aug 19, 2023, 2:21 PM IST

ট্রেনের ইঞ্জিন ও দু'টি বগিতে আগুন ধরল ৷ সেই সময় ট্রেনটিতে কোনও যাত্রী ছিল না ৷ তাই বড় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷ আগুন নেভানো হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে ৷

ETV Bharat
শনিবার সকালে আগুন ধরল উদয়ন এক্সপ্রেসে

বেঙ্গালুরু স্টেশনে দাঁড়িয়ে থাকা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও দু'টি বগিতে ভয়াবহ আগুন

বেঙ্গালুরু, 19 অগস্ট: ট্রেনে ভয়াবহ আগুন ৷ ঘটনাটি ঘটেছে শনিবার সাতসকালে কেএসআর বেঙ্গালুরু স্টেশনে ৷ আজ 7.10 মিনিটে স্টেশনে দাঁড়িয়ে থাকা উদয়ন এক্সপ্রসে আগুন লাগে ৷ শোলাপুর-বেঙ্গালুরু ট্রেনটি ভোর 6টা নাগাদ কর্ণাটকের বেঙ্গালুরু স্টেশনে ঢোকে ৷ সেটি 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল ৷ সকাল 8টার মধ্যে আগুন নেভানো হয় ৷ তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বা কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি ৷

হঠাৎ উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন এবং বি1 ও বি2 কোচ দু'টিতে আগুন ধরে যায় ৷ আগুন ভয়াবহ রূপ নেয় ৷ স্টেশন চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায় ৷ সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় ৷ দ্রুত আগুন নেভায় তারা ৷ এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনে কোনও যাত্রী ছিল না ৷ তাই কোনও সমস্যা হয়নি ৷ রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ৷ তাঁরা তদন্ত করে দেখছেন, কী ভাবে, কোথা থেকে উদয়ন এক্সপ্রেসে আগুন লাগল ৷ প্রযুক্তিগত সমস্যার কারণে ট্রেনে আগুন লেগেছে বলে মনে করছেন রেলের আধিকারিকরা ৷ ট্রেনটি স্টেশনে পৌঁছনোর 2 ঘণ্টা পরে এই দুর্ঘটনা ঘটে ৷ তখনও ট্রেনে কোনও যাত্রী ওঠেননি ৷ তাই বড় কোনও দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে ৷ ট্রেনটি আজ রাতে এই স্টেশন থেকেই ছাড়বে ৷

আরও পড়ুন: হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসে আগুন ! পুড়ল 6টি বগি

রাজ্য রেলওয়েলর এসপি সৌম্যলতা জানিয়েছেন, 7টা নাগাদ ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে ৷ ট্রেনটি আনুমানিক ভোর 6টার সময় প্ল্যাটফর্মে এসে পৌঁছয় ৷ সব যাত্রীরাই ট্রেন থেকে নিরাপদে নেমে গিয়েছিলেন ৷ এই আগুন লাগার কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না ৷ তিনি বলেন, "আমরা তদন্ত করে দেখছি ৷ সন্দেহ করা হচ্ছে, শটসার্কিট থেকে এই আগুন লেগেছে ৷ আমরা একটি মামলা দায়ের করেছি ৷ এই মুহূর্তে উদয় এক্সপ্রেস নিয়ে কোনও সমস্যা হয়নি ৷ ট্রেনের ওই দু'টি কোচ পালটে দেওয়া হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.