ETV Bharat / bharat

ফের চিকিৎসক কাফিল খানের বিরুদ্ধে এফআইআর যোগী-পুলিশের ! সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ও ষড়যন্ত্রের অভিযোগ

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 2:49 PM IST

dr kafeel khan
চিকিৎসক কাফিল খান

লখনউতে চিকিৎসক কাফিল খানের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে রবিবার । তাঁর বিরুদ্ধে যোগী সরকারকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে ।

লখনউ, 4 ডিসেম্বর: ফের বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের গোরক্ষপুর মেডিক্যাল কলেজের প্রাক্তন চিকিৎসক কাফিল খান ৷ তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশের ক্ষমতাসীন যোগী সরকারকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে । রবিবার কাফিল এবং অন্য পাঁচজনের বিরুদ্ধে লখনউয়ের কৃষ্ণনগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ।

অভিযোগ, চিকিৎসক কাফিল এবং তাঁর সহযোগীরা উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাদের লেখা বইটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে বিতরণ করে দাঙ্গা ছড়ানোর চেষ্টা করছে । এলডিএ কলোনি সেক্টর ই-এর বাসিন্দা মণীশ শুক্লা এ বিষয়ে কৃষ্ণনগর থানায় এফআইআর দায়ের করেছেন ৷ তাঁর দাবি, শুক্রবার তিনি কোনও কাজে মাতাজির বাগানে গিয়েছিলেন । সেখানে কিয়স্কের পেছনে চার-পাঁচজন লোক কথা বলছিলেন । তাঁরা সকলেই রাজ্য সরকার, তাঁর মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন । তাঁরা সবাই বলছিলেন, চিকিৎসক কাফিল গোপনে একটি বই বের করেছেন । এটি রাজ্য জুড়ে বিতরণ করা হচ্ছে ।

মণীশ শুক্লার আরও দাবি, তাঁরা সকলেই আসন্ন লোকসভা নির্বাচনের আগে কাফিলের বই 'গোরক্ষপুর হাসপাতাল ট্র্যাজেডি থেকে জেল পর্যন্ত সফর' নিয়ে যাওয়ার কথা বলছিলেন । যেকোনও মূল্যে সরকারকে উৎখাত করতে হবে বলেও তারা সবাই আলোচনা করছিলেন । তাঁর মতে, এর অর্থ দাঙ্গা সৃষ্টি করা । লখনউতে চিকিৎসক কাফিলের বিরুদ্ধে নথিভুক্ত এফআইআরের বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জানিয়েছে, মনীশ শুক্লার অভিযোগের ভিত্তিতে কাফিল-সহ পাঁচজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে দুটি সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করা, জাল নথি তৈরি করা এবং ধর্মীয়ভাবাবেগে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ।

উল্লেখ্য, এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন উত্তরপ্রদেশের চিকিৎসক কাফিল খান ৷ 2019 সালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় ভাষণ দেন তিনি । এর জেরে সেসময় তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের মামলা দায়ের হয় । যদিও এলাহাবাদ হাইকোর্ট সেই মামলা খারিজ করে দেয় । তার পরেও চাকরিতে পুনর্বহাল করা হয়নি তাঁকে ।

আরও পড়ুন:

  1. 'জওয়ান' ছবিতে গোরক্ষপুর হাসপাতাল ট্র্যাজেডি! শাহরুখকে ধন্যবাদ-চিঠি চিকিৎসক কাফিল খানের
  2. ক্লিনচিটেও ফেরেনি চাকরি, যোগী সরকারের বিরুদ্ধে আদালতে যেতে চান কাফিল
  3. চিকিৎসক কাফিল খানের বিরুদ্ধে NSA প্রয়োগ উত্তরপ্রদেশ সরকারের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.