ETV Bharat / bharat

Kafeel khan: ক্লিনচিটেও ফেরেনি চাকরি, যোগী সরকারের বিরুদ্ধে আদালতে যেতে চান কাফিল

author img

By

Published : Nov 11, 2021, 7:06 PM IST

আদালত ক্লিনচিট দিয়েছে । অভিযোগ প্রত্যাহার করা হয়েছে সরকারি রিপোর্টেও । কিন্তু চার বছর পরেও চাকরিতে পুনর্বহাল করা হয়নি কাফিল খানকে । এমনকি তাঁর পদত্যাগপত্রও গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ ।

kafeel-khan-says-will-move-to-court-for not-being-reappointed-by-uttar-pradesh-government
অভিযোগমুক্ত হলেও চার বছরেও চাকরি ফইরে পাননি কাফিল

লখনউ, 11 নভেম্বর: আদালতে ক্লিনচিট পেয়ে গিয়েছেন । কিন্তু পুনর্বহাল তো দূর, বরং চাকরি থেকে এবার বরখাস্ত করা হল উত্তরপ্রদেশের গোরখপুরের বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের শিশু চিকিৎসক কাফিল খানকে । রাজ্যের স্বাস্থ্যশিক্ষা বিভাগের প্রধান সচিব অলোক কুমার তেমনটাই জানিয়েছেন । কাফিল যদিও এখনও লিখিত চিঠি হাতে পাননি । তবে এবার আদালতে যাবেন বলে জানালেন তিনি ।

বৃহস্পতিবার টুইটারে কাফিল লেখেন, ‘সরকার অক্সিজেন সিলিন্ডারের বকেয়া মেটায়নি বলে 63টি শিশু মারা যায় ৷ 8 চিকিৎসক এবং কর্মী সাসপেন্ড, এর মধ্যে 7 জন বহাল ৷ গাফিলতি নিয়ে তদন্তে এবং আদালতে ক্লিনচিট পাওয়া সত্ত্বেও এখন বরখাস্তই রয়েছি ৷ মা-বাবারা ন্যায় বিচারের জন্য ছুটছেন ৷ ন্যায় ? অন্যায় ? আপনারাই সিদ্ধান্ত নিন ৷’

2017 সালে গোরখপুরের হাসপাতালে অক্সিজেনের অভাবে 63 শিশুর মৃত্যু হয় । হাসপাতালের তরফে জানানো হয়, সরকার বকেয়া টাকা না মেটানোয়, অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিয়েছিল সংশ্লিষ্ট সংস্থা । সেই সময় নিজের ক্লিনিক থেকে অক্সিজেন সিলিন্ডার আনিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কাফিল ।

আরও পড়ুন: Mumbai Drug Case : ফড়নবীশকে মানহানির নোটিস পাঠালেন নবাব মালিকের জামাই

তাঁকে সমর্থন করে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা লেখেন, ‘কাফিল খানকে বরখাস্ত করে রাখা উত্তরপ্রদেশ সরকারের কুচিন্তারই প্রতিফলন ৷ ঘৃণার নীতি থেকে সরকার ওঁকে তাড়াতে চাইছে ৷ সরকারের মনে রাখা উচিত যে, কেউ সংবিধানের ঊর্ধ্বে নয় ৷ ন্যায়ের এই লড়াইয়ে কংগ্রেস ওঁর পাশে আছে এবং থাকবে ৷’

কিন্তু বাঁচার আশায় হাসপাতালে যাওয়া শিশুদের মৃত্যুমিছিল ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়ে কাফিল খানকেই সাসপেন্ড করে উত্তরপ্রদেশ সরকার। সঙ্কট জেনেও সময়ে পদক্ষেপ করেননি বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয় । গ্রেফতার করে জেলবন্দিও করা হয় তাঁকে । যদিও প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন কাফিল । বারবার সমস্যার কথা জানানো সত্ত্বেও সরকার সাড়াশব্দ করেনি বলে পাল্টা অভিযোগ করেন তিনি । তাঁকে বলির পাঁঠা করা হচ্ছে বলে দাবি করেন ।

  • 63 बच्चों ने दम तोड़ दिया क्योंकि सरकार ने O2 सप्लायरों को भुगतान नहीं किया

    8 डॉक्टर, कर्मचारी निलम्बित -7 बहाल

    कई जाँच/अदालत द्वारा चिकित्सा लापरवाही और भ्रष्टाचार के आरोप में क्लीन चिट मिलने के बावजूद- मैं बर्खास्त

    माँ बाप-इंसाफ़ के लिए भटक रहे
    न्याय? अन्याय ?
    आप तय करें 🙏 pic.twitter.com/BOMio2aLuP

    — Dr Kafeel Khan (@drkafeelkhan) November 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তা সত্ত্বেও আট মাস জেলে কাটাতে হয় তাঁকে । গাফিলতির কোনও প্রমাণ না পেয়ে এরপর এলাহাবাদ হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে । 2019 সালে কাফিল জানান, সরকারি রিপোর্টেও তাঁর উপর থেকে সমস্ত অভিযোগ প্রত্যাহার করা হয়েছে । তা সত্ত্বেও রাজ্য সরকারের তরফে ক্লিনচিট মেলেনি । বরং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করায় তিনি সরকারের রোষে পড়েন বলে দাবি করেন কাফিল ।

আরও পড়ুন: MPLAD restore : পুনরায় সাংসদ তহবিলে অর্থের জোগান চালু করল কেন্দ্র

2019 সালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় ভাষণ দেন কাফিল । তার জেরে তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের মামলা দায়ের হয় । যদিও এলাহাবাদ হাইকোর্ট সেই মামলা খারিজ করে । তার পরেও চাকরিতে পুনর্বহাল করা হয়নি তাঁকে । এনিয়ে একাধিক বার রাজ্য সরকারকে চিঠি দিয়েও লাভ হয়নি, তাঁর পদত্যাগপত্রও গৃহীত হয়নি বলে জানিয়েছেন কাফিল । ফলে অন্যত্র কাজে যোগও দিতে পারছেন না তিনি । তাতে পরিবারে সঙ্কট দেখা দিলেও, আগামী দিনেও আইনি লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর কাফিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.