ETV Bharat / bharat

চিকিৎসক কাফিল খানের বিরুদ্ধে NSA প্রয়োগ উত্তরপ্রদেশ সরকারের

author img

By

Published : Feb 14, 2020, 4:38 PM IST

Dr Kafeel Khan
ড : কাফিল খান

ডাঃ খানকে 29 জানুয়ারি উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স মুম্বই থেকে গ্রেপ্তার করে ৷ 12 ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে CAA বিরোধী বিক্ষোভে বক্তৃতা দেওয়ার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্বেষ প্রচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে আলিগড় সিভিল লাইন্স থানায় একটি মামলা দায়ের করা হয় ।

লখনউ, 14 ফেব্রুয়ারি : CAA বিরোধী বক্তৃতার জের ৷ চিকিৎসকর কাফিল খানের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (NSA) প্রয়োগ করল উত্তরপ্রদেশ সরকার ৷ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ায় কাফিল খানের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করল উত্তরপ্রদেশ পুলিশ ৷

জামিন মঞ্জুর হওয়া সত্ত্বেও মথুরা জেলে রয়েছেন চিকিৎসক কাফিল খান ৷ আলিগড়ের SSP আকাশ কুলহারি সংবাদসংস্থাকে PTI-কে বলেন, "কাফিল খানের বিরুদ্ধে NSA প্রয়োগ করা হয়েছে ৷ তিনি এখন জেলেই থাকবেন ৷"

জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক সন্দেহে কোনও ব্যক্তিকে 12 মাস পর্যন্ত আটকে রাখা যায় ।

উল্লেখ্য, ডাঃ খানকে 29 জানুয়ারি উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স মুম্বই থেকে গ্রেপ্তার করে ৷ 12 ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে CAA বিরোধী বিক্ষোভে বক্তৃতা দেওয়ার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্বেষ প্রচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে আলিগড় সিভিল লাইন্স থানায় একটি মামলা দায়ের করা হয় । এরপর ডঃ খানকে গ্রেপ্তার করে আলিগড় আনা হয় এবং মথুরায় জেলা কারাগারে স্থানান্তরিত করা হয় । ঘটনার প্রেক্ষিতে পুলিশ জানায়, এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা ৷ ডাঃ খানের আলিগড় জেলে উপস্থিতি শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ করতে পারে ৷ সেজন্যই তাঁকে মথুরায় স্থানান্তরিত করা হয়েছে ৷

এর আগে 2017 সালের অগাস্টে গোরক্ষপুরের BRD মেডিকেল কলেজে এক সপ্তাহের মধ্যে 60টিরও বেশি শিশু মারা যাওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল । শিশু মৃত্যুর জন্য দায়ি করা হয়েছিল শিশুদের ওয়ার্ডে অক্সিজেনের সংক্ষিপ্ত সরবরাহকে । যদিও ঘটনার প্রায় দু'বছর পর উত্তরপ্রদেশ সরকার তাঁকে সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি দেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.