ETV Bharat / bharat

Sexual Harassment Case in Bengaluru: বেঙ্গালুরুতে মহিলাকে 'যৌন হেনস্থা', ব্যবসায়ীর বিরুদ্ধে এফআইআর

author img

By

Published : May 22, 2023, 11:51 AM IST

Sexual Harassment Case in Bengaluru ETV BHARAT
Sexual Harassment Case in Bengaluru

মহিলাকে ফোনে যৌন হেনস্থা ও সম্পর্ক রাখতে চাপ দেওয়ার অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে ৷ বেঙ্গালুরুর ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ ডিজে হাল্লি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

বেঙ্গালুরু, 22 মে: মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে ৷ বেঙ্গালুরুর ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী গণেশের বিরুদ্ধে ডিজে হাল্লি থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ৷ জানা গিয়েছে, 2022 সালের 14 অগস্ট বেঙ্গালুরু বিমানবন্দরে দু’জনের পরিচয় হয়েছিল ৷ তখন থেকেই দু’জনের মধ্যে বন্ধুত্বের শুরু ৷ মহিলা অভিযোগ করেছেন, সাম্প্রতিককালে ওই ব্যক্তির আচরণে বদল আসে ৷ সেই সঙ্গে তাঁকে নানানভাবে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে থাকেন ৷ কর্ণাটক মহিলা কমিশনের নির্দেশে অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ওই মহিলা পুলিশকে আরও জানিয়েছেন, অভিযুক্ত ব্যবসায়ী গণেশ সঙ্গে তাঁর পরিচয় হয় বেঙ্গালুরুর কেমপেগৌড়া বিমানবন্দরের বাইরে ৷ গতবছর 14 অগস্ট রাত 12 টা নাগাদ মুম্বই থেকে তিনি বেঙ্গালুরুতে ফেরেন ৷ বিমানবন্দরের বাইরে ক্যাব বুক করার জন্য অপেক্ষা করছিলেন ৷ সেই সময় এক ব্যক্তি তাঁর কাছে যান ৷ নিজেকে গণেশ বলে পরিচয় দেন। জানান, তিনি পেশায় ব্যবসায়ী ৷ ওই মহিলাকে নিজের বুক করা ক্যাবে বাড়িতেও পৌঁছে দেন অভিযুক্ত ৷ সেদিন মহিলার সঙ্গে আলাপের পর তাঁর মোবাইল নম্বর নিয়েছিলেন ওই ব্যবসায়ী ৷

15 অগস্ট তাঁকে বাইরে কোথাও দেখা করতে বলেন ৷ কিন্তু, শরীর খারাপের কথা জানিয়ে সেই সময় তাঁকে এড়িয়ে যান মহিলা ৷ তবে, মোবাইলে দু’জনের মধ্যে কথাবার্তা এবং মেসেজ চলত ৷ মহিলা পুলিশে দায়ের করা অভিযোগে জানিয়েছেন, অভিযুক্ত গণেশের সঙ্গে তাঁর খুব ভালো বন্ধুত্ব হয়েছিল ৷ এরই মাঝে তাঁর ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা তৈরি হয় ৷ সেসব নিয়ে গণেশের সঙ্গে আলোচনাও হয় মহিলার ৷ এমনকী সেই সময় দু’জনের মধ্যে ভিডিয়ো কলও হয়েছিল ৷

আরও পড়ুন: কীর্তনের দলে সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে নাবালিকাকে লাগাতার 'ধর্ষণ', গ্রেফতার অভিযুক্ত

মহিলা অভিযোগ করেছেন, ভিডিয়ো কলে কথা শুরু হওয়ার কিছুদিন পর থেকেই গণেশের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন ৷ তাই ধীরে ধীরে ভিডিয়ো কল করা বন্ধ করে দেন ৷ ওই ব্যবসায়ীর সঙ্গে ফোনেও কথা বলা কমিয়ে দেন ৷ কিন্তু, সম্প্রতি মহিলাকে তাঁর সঙ্গে সম্পর্কে থাকার জন্য চাপ দিতে থাকেন অভিযুক্ত ৷ মহিলাকে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য ও মেসেজ করার অভিযোগ করেছেন মহিলা ৷ যার পরেই তিনি বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷ কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে তিনি এ নিয়ে অভিযোগ জানিয়েছেন ৷ কমিশনের নির্দেশে ডিজে হাল্লি থানার পুলিশ এফআইআর দায়ের করে এবং তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.