ETV Bharat / bharat

Mamata Supports Wrestlers: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনীতির রং দেখা উচিত না, কুস্তিগীরদের পাশে মমতা

author img

By

Published : Apr 28, 2023, 7:15 PM IST

দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজনীতির রং দেখা উচিত না ৷ প্রতিবাদী কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে এ কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ব্রিজ ভূষণের বিরুদ্ধে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করবে বলে জানানোয় একে জয়ের প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগতরা ৷

Mamata Supports Wrestlers
কুস্তিগীরদের পাশে মমতা

নয়াদিল্লি, 28 এপ্রিল: দিল্লি পুলিশ ডব্লুএফআই প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এতে দারুণ খুশি প্রতিবাদী কুস্তিগীররা ৷ তাঁরা এই পদক্ষেপকে জয়ের দিকে প্রথম ধাপ হিসেবেই দেখছেন ৷ তবে তাঁরা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৷ বিজেপি সাংসদকে তাঁর সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে সরব তাঁরা । এই ঘটনায় প্রতিবাদী রেসলারদের পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেছেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনও রাজনৈতিক রং দেখা উচিত না ৷

সলিসিটর জেনারেল তুষার মেহতা দিল্লি পুলিশের পক্ষে উপস্থিত হয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চকে জানিয়েছেন যে, শুক্রবার এফআইআর নথিভুক্ত করা হবে ব্রিজ ভূষণের বিরুদ্ধে । তাঁর বিরুদ্ধে যৌন হয়রানি এবং ভয় দেখানোর অভিযোগ এনেছেন মহিলা কুস্তিগীররা ৷

23 এপ্রিল থেকে তাঁরা আন্দোলন পুনরায় শুরু করার পর থেকে এফআইআর দায়ের করার দাবি জানিয়ে আসছিলেন । অবশেষে তাঁদের সেই দাবি পূরণ হতে চলেছে দেখে যন্তর মন্তরে বিক্ষোভরত রেসলার সাক্ষী মালিক বলেছেন, "এটি বিজয়ের দিকে প্রথম পদক্ষেপ ৷ তবে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে ৷"

ভিনেশ ফোগত বলেছেন যে, এফআইআর দায়ের করতে দিল্লি পুলিশের ছয় দিন লেগেছে এবং তাঁরা তদন্ত সংস্থাকে বিশ্বাস করেন না । বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী ভিনেশের কথায়, "তারা (পুলিশ) একটি শিথিল এফআইআর দায়ের করতে পারে । আমরা দেখব, পর্যবেক্ষণ করব তারপর সিদ্ধান্ত নেব (বিক্ষোভ প্রত্যাহার করার বিষয়ে)। তাঁকে কারাগারে রাখা উচিত এবং তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত ৷ অন্যথায় তিনি তদন্তে প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন ।"

দিনের শুরুতে সুপ্রিম কোর্টে জানানো হয় যে, দিল্লি পুলিশ শুক্রবারই রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সাত মহিলা কুস্তিগীরের যৌন হয়রানির অভিযোগে একটি এফআইআর দায়ের করবে ৷ দিল্লি পুলিশের পক্ষে হাজির হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার বেঞ্চকে বলেছেন যে, আজ এফআইআর নথিভুক্ত করা হবে ।

কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "আমাদের সকলকে অবশ্যই প্রতিবাদী কুস্তিগীরদের পাশে দাঁড়াতে হবে । তাঁরা এক স্বরে কথা বলছেন । আমাদের ক্রীড়াবিদরা আমাদের দেশের গর্ব । তাঁরা চ্যাম্পিয়ন । দোষীরা যে রাজনৈতিক দলেরই হোক, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে ৷ ন্যায়বিচারকে প্রাধান্য দিতে হবে । সত্যের জয় হবেই ৷"

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগীরদের মামলার শুনানি আজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.