ETV Bharat / bharat

Ex MLA announces to quit Goa TMC : তিন মাসেই মোহভঙ্গ ! গোয়ায় তৃণমূল ছাড়লেন প্রাক্তন বিধায়ক

author img

By

Published : Dec 24, 2021, 6:00 PM IST

ex goa mla lavoo mamledar announces to quit tmc
Ex MLA announces to quit Goa TMC : তিন মাসেই মোহভঙ্গ ! গোয়ায় তৃণমূল ছাড়লেন প্রাক্তন বিধায়ক

সেপ্টেম্বরে তৃণমূলে যোগ দিয়েছেন লাভু মামলেদার নামে ওই তৃণমূল নেতা ৷ শুক্রবার তিনি তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন (ex goa mla lavoo mamledar announces to quit tmc) ৷ তাঁর দাবি, তৃণমূল গরিবদের বোকা বানাচ্ছে ৷

কলকাতা, 24 ডিসেম্বর : জাতীয়স্তরে শক্তিবৃদ্ধির ক্ষেত্রে প্রথম ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস ৷ মাত্র তিন মাসেই গোয়ায় তৃণমূলের প্রতি মোহভঙ্গ হল এক প্রাক্তন বিধায়কের ৷ শুক্রবারই তিনি ঘাসফুল শিবির ছাড়ার ঘোষণা করলেন (ex goa mla lavoo mamledar announces to quit tmc) ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ার আগে বিস্ফোরক সব অভিযোগ করে গেলেন ৷

গত সেপ্টেম্বরে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা লুইজিনহো ফেলেইরো তৃণমূলে যোগদান করেন ৷ তাঁর সঙ্গে ও পরে বেশ কয়েকজন তৃণমূলে আসেন ৷ সেই দলেই ছিলেন গোয়ার পন্ডার প্রাক্তন বিধায়ক লাভু মামলেদার ৷ শুক্রবার তিনিই তৃণমূল ত্যাগের কথা ঘোষণা করেছেন ৷

সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য প্রতি মাসে 500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে ৷ কিন্তু গোয়ায় তারা প্রতি মাসে 5 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ৷ যা একেবারেই অসম্ভব ৷

তাঁর মতে, যখন কোনও দল হেরে যাবে বুঝতে পারে, তখনই মিথ্যা প্রতিশ্রুতি দেয় ৷ তৃণমূল কংগ্রেস গরিবদের বোকা বানাচ্ছে ৷ তাই তিনি তৃণমূলের সঙ্গে থাকতে চান না বলে জানিয়েছেন ৷ একই সঙ্গে তিনি তৃণমূলের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগও তুলেছেন ৷

প্রসঙ্গত, চলতি বছরের গোড়ার দিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পায় তৃণমূল ৷ তার পর থেকেই তারা জাতীয়স্তরে সংগঠন বৃদ্ধিতে মন দেয় ৷ প্রথমে ত্রিপুরা, পরে গোয়ায় সংগঠন বিস্তারের কাজ শুরু করে তারা ৷

  • TMC launched 'Laxmi Bhandar' scheme, promising Rs 500 per month to WB women. But in Goa, they promised Rs 5000 per month, which is next to impossible. When a party feels defeated, they do false promises. I won't be a part of a party who fools people: Ex-Ponda MLA Lavoo Mamledar

    — ANI (@ANI) December 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই প্রক্রিয়ায় দু’বার গোয়া সফর করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর উপস্থিতিতে ও অন্য সময় একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, খেলোয়াড়, সেলিব্রিটি তৃণমূলে অংশীদার হয়েছেন ৷ লুইজিনহো ফেলেইরোকে তো তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠিয়েছে ৷

মাস দুয়েক পরই গোয়া বিধানসভা নির্বাচন (Latest News on Goa Assembly Election 2022) ৷ ওই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সমান-সমান টক্কর দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে মমতার দল ৷ কিন্তু সেই পর্বে সদ্য দলে আসা কোনও নেতার এভাবে দলত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : charchil alemao joins TMC : গোয়ায় এবার পাওয়ারের দল ভাঙালেন মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল তৃণমূলে

এই নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে ৷ তবে তৃণমূলের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ যদিও এদিন অনেকেই গোয়া তৃণমূলে যোগদান করেছেন (Latest News on Goa TMC) ৷ সেই ছবি গোয়া তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.